PBKS VS LSG: প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা’র দুরন্ত ব্যাটিং, লখনউকে ৮ উইকেটে হারাল পঞ্জাব

Prabhsimran Singh, Shreyas Iyer, and Nehal Wadhera played match-winning knocks as Punjab secured a dominant 8-wicket victory over Lucknow. প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরার দুর্দান্ত ব্যাটিং লখনউয়ের বিরুদ্ধে পঞ্জাবকে ৮ উইকেটে জেতাল।

Prabhsimran Singh, Shreyas Iyer, and Nehal Wadhera played match-winning knocks as Punjab secured a dominant 8-wicket victory over Lucknow. প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরার দুর্দান্ত ব্যাটিং লখনউয়ের বিরুদ্ধে পঞ্জাবকে ৮ উইকেটে জেতাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
PBKS vs LSG Match: পঞ্জাব কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের একটি মুহূর্ত

PBKS vs LSG Match: পঞ্জাব কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- আইপিএল)

Prabhsimran Singh, Shreyas Iyer, and Nehal Wadhera Guide Punjab to an 8-Wicket Win Over Lucknow! প্রভসিমরন সিংয়ের ব্যাটিং, শ্রেয়স আইয়ারের ইনিংস, নেহাল ওয়াধেরা, অর্শদীপ সিংয়ের পারফরম্যান্সের দৌলতে লখনউ সুপার জায়ান্টকে মঙ্গলবার ৮ উইকেটে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। ম্যাচে প্রভসিমরন সিং ৩৪ বলে করেছেন ৬৯ রান। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩০ বলে করেছেন অপরাজিত ৫২ রান। পাশাপাশি নেহাল ওয়াধেরা ২৫ বলে করেছেন অপরাজিত ৪৩ রান।

Advertisment

ম্যাচে নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি এবং এইডেন মার্করাম গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা লখনউ সুপার জায়ান্টসকে নিয়মিত উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে এবং তারা ২০ ওভারে ১৭১ রান করতে পেরেছে। পাঞ্জাব কিংস শুরুতে এই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। তারা মিচেল মার্শ ও ঋষভ পন্থকে দ্রুত ফিরিয়ে দেয়। অর্শদীপ সিং ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান দিয়ে নেন ২ উইকেট। আর, লকি ফার্গুসন ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

লখনউয়ের বোলারদের মধ্যে দিগ্বেশ সিং সবচেয়ে সফল। তিনি ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তবে অলরাউন্ডার আবদুল সামাদ ম্যাচে বেশ দাগ কাটার চেষ্টা চালিয়েছেন। তিনি ১২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। বোলিং করতে এসে অবশ্য ২ বলে ছয় রান দিয়েছেন সামাদ।

Advertisment

আরও পড়ুন- 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের

মঙ্গলবার পঞ্জাব কিংস টস জিতে একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দুই দলই তাদের শেষ ম্যাচে জিতেছিল। তবে পরিসংখ্যান অনুযায়ী, একানার পিচে বড় শট খেলা সহজ নয়। এটা বিশেষজ্ঞরা আগেই জানিয়ে দিয়েছিলেন। ফলে, বড় রানের আশা দুই দলের কাছ থেকে কেউই করেনি। গত দুই বছরে এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ছিল সবচেয়ে কম। রান রেট ছিল সবচেয়ে কম। প্রতি উইকেটে রান সংগ্রহের হার ছিল দ্বিতীয় সর্বনিম্ন। 

IPL Indian Premier League (IPL) Cricket News Shreyas Iyer Shreyas Iyer