কোহলি নন, বোলারদের সেরা অধিনায়ক ধোনি, বলছেন অবসরের তারকা

অবসর নেওয়ার পরে প্রজ্ঞান ওঝা আপাতত বিদেশে টি২০ লিগ খেলতে আগ্রহী। সেই কারণে বোর্ডের কাছে খেলার অনুমতিও চেয়েছেন।তারকা স্পিনার জানিয়েছেন একথা।

অবসর নেওয়ার পরে প্রজ্ঞান ওঝা আপাতত বিদেশে টি২০ লিগ খেলতে আগ্রহী। সেই কারণে বোর্ডের কাছে খেলার অনুমতিও চেয়েছেন।তারকা স্পিনার জানিয়েছেন একথা।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni virat kohli

ধোনি ও কোহলি মাঠে একসঙ্গে (টুইটার)

কোহলির নেতৃত্ব নিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ সমালোচনায় মেতেছেন। এর মধ্যেই ক্যাপ্টেন ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন সদ্য অবসর নেওয়া তারকা প্রজ্ঞান ওঝা। ৩৩ বছরের তারকা স্পিনার আন্তর্জাতিক কেরিয়ারের অধিকাংশ ম্যাচ খেলেছেন ধোনির অধীনে। সাংবাদিকদের সামনে তিনি জানিয়ে দিলেন, ধোনি হল বোলার্স ক্যাপ্টেন। দলের বোলারদের সঙ্গে দারুণ বোঝাপড়া ধোনির।

Advertisment

ডিওয়াই পাতিল টি২০ টুর্নামেন্টে খেলতে এসে প্রজ্ঞান ওঝা সাংবাদিকদের বলেন, "ধোনির হল বোলারদের অধিনায়ক। একজন বোলারের এমন ক্যাপ্টেনের অধীনে খেলা উচিত যাঁর সঙ্গে তাঁর বোঝাপড়া দারুণ। বোলারদের ধোনিকে সম্মান করে, কারণ বোলিংয়ের সময়ে ওঁর অধিনায়কত্বের মাত্রার নতুন দিক বোঝা যায়। বিশেষ করে ধোনি বোলারদের যেভাবে ফিল্ডিং প্লেসিংয়ে, মনকে পরিষ্কার রাখতে সাহায্য করে। হাইভোল্টেজ ম্যাচে এটাই ফারাক গড়ে দেয়।"

আরও পড়ুন চেন্নাইয়ের জার্সিতে নেট প্র্যাকটিস ধোনির, উড়ল অবসর জল্পনা

Advertisment

অবসর নেওয়ার পরে প্রজ্ঞান ওঝা আপাতত বিদেশে টি২০ লিগ খেলতে আগ্রহী। সেই কারণে বোর্ডের কাছে খেলার অনুমতিও চেয়েছেন। তারকা স্পিনার জানিয়েছেন, "আমি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। ধারাভাষ্যকারের কাজও করছি আপাতত। বোর্ডের কাছে অনুমতি পেলে বিদেশে লিগ খেলতে পারি।"

আরও পড়ুন ‘চাপমুক্ত হও, অতিসতর্কতার প্রয়োজন নেই’, বার্তা কোহলির

৩৩ বছরের স্পিনার দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০১৩ সালে শচীন তেন্ডুলকরের বিদায়ী টেস্ট সিরিজে। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলেছিলেন। আন্তর্জাতিক কেরিয়ারে ১১৩টি টেস্ট শিকারও রয়েছেন তাঁর। শুধু টেস্টই নয়, ওয়ানডে এবং টি২০ ক্রিকেটেও জাতীয় দলের হয়ে অংশ নিয়ে তিনি। ১৮টি একদিনের ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ২১টি। পাশাপাশি ৬টি টি২০ ম্যাচেও দেখা গিয়েছে তাঁকে। আইপিএলেও ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।

তবে কেরিয়ারে অবৈধ অ্যাকশনের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বিষয়ে অবসরের পরে বার্তা দিতে গিয়ে স্পিনার জানাচ্ছেন, "সত্যি কথা বলতে, কেরিয়ার শুরু করার সময় কিছু ভুল অভ্যেসের শিকার হয়েছিলাম। চাকিং হল এমন একটা বিষয় যেটা চোটের মতো দেখতে হয়। যে সময়ে আমি নিজের ঘটনা জানতে পারলাম, তখন ভীষণ শকড হয়েছিলাম। এই বিষয় ভীষণ সতর্ক থাকতে হয়।"

Read the full article in ENGLISH

MS DHONI BCCI