/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Preity-Zinta-commits-social-media-gaffe-while-congratulating-Virat-Kohli.jpg)
এটা কী লিখলেন প্রীতি? হেসে খুন নেটিজেনরা (ছবি-টুইটার)
অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ের পর প্রচুর সেলেবই টুইট করেছেন। বিরাট কোহলি অ্যান্ড কোং শুভেচ্ছায় ভেসে গিয়েছেন। আর এসবের মাঝেই একটা ভুল করে ফেলেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। কী ভুল করলেন তিনি?
টেস্ট সিরিজ জয়ের বদলে প্রীতি লিখে ফেললেন টেস্ট ম্যাচ জয়। “Congratulations to the boys in blue for being the first Asian team to win a test match down under@cheteshwar1 take a bow#AUSvsIND #victory #ting #TeamIndia #IndianCricketTeam @BCCI” যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতার জন্য নীল জার্সিধারীদের শুভেচ্ছা। চেতেশ্বর পূজারা তোমাকে কুর্ণিশ। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড হলেন তিনি। হেসে খুন হলেন নেটিজেনরা। কেউ তো লিখেই ফেললেন, “অর্ধেক জ্ঞান অত্য়ন্ত ভয়ঙ্কর। ম্য়াডাম ভারত এবার টেস্ট সিরিজ জিতেছে। টেস্ট ম্যাচ তো অতীতেও জিতেছে।” যদিও প্রীতি পরে টুইটটি ডিলিট করে দেন।
আরও পড়ুন: বর্ডার-গাভাস্কর ট্রফিতে এই সাতটি রেকর্ডে নাম লেখালেন কোহলিরা
Half knowledgable very dangerous not the first team to win Test match madam first team to Win Test series Test matches have been won in past also
— Miheer Shah (@MiheerShah79) January 7, 2019
Correction: *Test Series
— Rant Punditry (@flukypunditry) January 7, 2019
@realpreityzinta-so PZ doesn't know d difference between a test match and test series...Beauty without brains pic.twitter.com/zudpqBeaGO
— vijay babu (@vijayvictory19) January 7, 2019
কোহলি প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়লেন। বিদেশের মাটিতে এটি কোহলির চতুর্থ টেস্ট সিরিজ জয় (২০১৫ সালে শ্রীলঙ্কায় ২-১ জয়, ২০১৬-তে ওয়েস্ট ইন্ডিজে ২-০ জয়, ২০১৭-তে ফের শ্রীলঙ্কায় ৩-০ জয় ও ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ায় ২-১ জয়)। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে এক আসনে বসলেন বিরাট। দুই অধিনায়কেরই বিদেশের মাটিতে চারটি করে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড থাকল।