/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/jpeg-9.jpg)
পন্থের ওপর ফোকাস, চাপ বাড়ছে উইকেটকিপার-ব্য়াটসম্য়ানের
Ind vs SA 2nd T20I: গত রবিবার বৃষ্টির জন্য় ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্য়াচ পণ্ড হয়ে যায়। আগামিকাল মোহালিতে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে। এই ম্য়াচ ও সিরিজে ঋষভ পন্থের ওপর প্রত্য়াশার চাপ বাড়ছে। দেখতে গেলে টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। বিরাট কোহলির দল সেই মতোই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। তিনি চাইছেন দলের তরুণ ক্রিকেটাররা এগিয়ে এসে নিজেদের প্রমাণ করুক।
-->Upcoming T20Is will help in preparation for 2020 T20 World Cup, reckons #TeamIndia batting coach Vikram Rathour pic.twitter.com/lPcVDPrpW2
— BCCI (@BCCI) September 17, 2019
২০১৭ সালে জাতীয় দলে অভিষেক করা পন্থ আর কোনও ভাবেই 'তরুণ' নন। বছর একুশের ঋষভ আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন। গত রবিবার সিরিজ ওপেনারেও ফোকাস ছিল পন্থের ওপরেই। তাঁর কাছে স্পষ্ট বার্তা দেওয়া রয়েছে যে, এভাবে বারবার সে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসতে পারবে না। রবি শাস্ত্রীও সেকথা প্রকাশ্যে বলে দিয়েছেন। বিরাটও অন্য়দিকে এমএস ধোনিকে দলে ফিরিয়ে আনতে মরিয়া। ম্যাচের আগে ভারতের ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, যে পন্থকে বুঝতে হবে ভয়ডরহীন ক্রিকেট আর অসতর্ক ক্রিকেটের ফারাকটা। তাঁর মতে দলের সকলেই চায় পন্থ একদম নির্ভয়েই ক্রিকেট খেলুক। কিন্তু সতর্কতার সঙ্গে।
আরও পড়ুন: ধোনির ভবিষ্য়ত নিয়ে নির্বাচক আর বিরাট সিদ্ধান্ত নিক: সৌরভ গঙ্গোপাধ্য়ায়
-->#TeamIndia opener @SDhawan25 sweating it out in the nets ahead of the 2nd T20I against South Africa.#INDvSApic.twitter.com/ibvu9WXT9h
— BCCI (@BCCI) September 17, 2019
শুধু পন্থই নয়, ভারতের দুই লেগ স্পিনার রাহুল চাহার ও ওয়াশিংটন সুন্দরের ওপরেও চাপ থাকছে। কারণ ফের ওয়েস্ট ইন্ডিজের পর নির্বাচকরা তাঁদের সুযোগ দিয়েছেন দলে। মনে রাখতে হবে তাঁর দলে খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের বদলে। ফলে রাহুল-সুন্দরার ফ্লপ করলে ফের দলে ফিরবে কুলচা জুটি। ব্য়াটিংয়ে শ্রেয়স আয়ার ও মণীশ পাণ্ডের দিকেও থাকবে চোখ। বলাই বাহুল্য ওপেনিংয়ে শিখর ধাওয়ানও নিজেকে পরখ করে নিতে চাইবেন প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে।