Advertisment

নয়ের দশকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় পেরেছিলেন, এবার পৃথ্বী শ করে দেখালেন

জীবনের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন পৃথ্বী শ। মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান ১৫ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টে শতরান হাঁকিয়ে নজির গড়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Prithvi Shaw and Sourav Ganguly

পৃথ্বী শ ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি-টুইটার)

জীবনের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন পৃথ্বী শ। মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান ১৫ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টে শতরান হাঁকিয়ে নজির গড়েছিলেন। সেদিন রাজকোটে পৃথ্বীর ব্য়াট থেকে এসেছিল ১৫৪ বলে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে পৃথ্বী টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও পৃথ্বী ছিলেন ছন্দে। প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

Advertisment

ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই পৃথ্বীকে সিরিজের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। জীবনের প্রথম টেস্ট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার নজির খুব কম ক্রিকেটারেরই আছে। ভারতীয়দের মধ্যে এর আগে মাত্র তিনজনই এই কৃতিত্ব দেখিয়েছেন। তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। এই এলিট ক্লাবে এলেন পৃথ্বীও। ঘটনাচক্রে শেষ তিনবারই কোনও ভারতীয় ক্রিকেটার এই রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

আরও পড়ুন: অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে চমকে দিলেন পৃথ্বী শ

দেখে নিন বিশ্বের কোন কোন ক্রিকেটার রয়েছেন এই ক্লাবে:

সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৬ সালে)

জ্যাক রুডোলফ (বাংলাদেশের বিরুদ্ধে ২০০৩ সালে)

স্টুয়ার্ট ক্লার্ক ( দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৬ সালে)

অজন্তা মেন্ডিস (ভারতের বিরুদ্ধে ২০০৮ সালে)

রবিচন্দ্রন অশ্বিন (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১১ সালে)

ভার্নন ফিল্যান্ডার (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১১ সালে)

জেমস প্যাটিনসন (নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১১ সালে)

রোহিত শর্মা (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩ সালে)

মেহদি হাসান (ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে)

পৃথ্বী শ (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে)

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টো টেস্টে দলে ছিলেন পৃথ্বী, কিন্তু প্রথম এগারোয় সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি। ভারতের জার্সিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে হাফ-সেঞ্চুরি করলেন তিনি। পৃথ্বীই প্রথম ভারতীয় তরুণ ক্রিকেটার যিনি জীবনের প্রথম টেস্ট ম্যাচে পঞ্চাশ রানের স্বাদ পেলেন। এর আগে এই নজির ছিল আব্বাস আলি বেইগের। তিনি ২০ বছর ১২৬ দিনে দেশের জার্সিতে প্রথম টেস্ট খেলেছিলেন। ফিফটি প্লাস রান করেছিলেন। ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে এই নজির গড়েছিলেন তিনি।

Sourav Ganguly West Indies Prithvi Shaw India
Advertisment