scorecardresearch

পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে স্বপ্নের অভিষেক হয়েছে মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ’র। ১৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে জীবনের প্রথম টেস্টেই সেঞ্চুরির নজির গড়েছেন তিনি।

পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা
পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে স্বপ্নের অভিষেক হয়েছে মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ’র। ১৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে জীবনের প্রথম টেস্টেই সেঞ্চুরির নজির গড়েছেন তিনি। বৃহস্পতিবার বছর আঠারোর ব্যাটসম্যান রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই পৃথ্বী নজর কাড়লেন।

শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়েছেন পৃথ্বী। শচীন যখন প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ১০৭ দিন। ১৯৯০ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৯ রানে অসাধারণ ইনিংস খেলেছিলেন মাস্টারব্লাস্টার।

আরও পড়ুন: অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে চমকে দিলেন পৃথ্বী শ

পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তনরা। টুইটারে তাঁকে শুভেচ্ছা জানালেন  বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ কাইফ ও সঞ্জয় মঞ্জরেকররা। দেখে নিন কে কী লিখল টুইটারে!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Prithvi shaw has been hailed by indian cricketers