বৃহস্পতিবার প্রকৃত অর্থেই লক্ষ্মীবার প্রমাণিত হল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির তারকাখচিত দলে আর্বিভাব হল আরেক নক্ষত্রের। মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ প্রমাণ করে দিলেন তিনি আগামীর সুপারস্টার। কেরিয়ারের অভিষেক টেস্টে ওপেন করতে নেম পেলেন ঝকঝকে সেঞ্চুরি। ১৫৪ বলের ১৩৪ রানের ইনিংসে নাম লেখালেন একাধিক রেকর্ড বুকে। ১৯টি চারে সাজানো ইনিংসে নিজের জাত চেনালেন পৃথ্বী। তাঁর ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারত বেশ ভাল জায়গায়। দিনের শেষে চার উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৬৪।
Stumps on Day 1 of the 1st Test at Rajkot#TeamIndia 364/4 (Shaw 134, Pujara 86, Virat 72*)
Updates – https://t.co/RfrOR84i2v #INDvWI pic.twitter.com/AuDIrc2OFk
— BCCI (@BCCI) October 4, 2018
আরও পড়ুন: অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে চমকে দিলেন পৃথ্বী শ
এদিন টস হেরে ক্রেগ ব্রাথওয়েটের উইন্ডিজ ফিল্ডিং করতে নামে। লোকেশ রাহুলের সঙ্গে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন পৃথ্বী। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র চার বল খেলে ডাক হয়ে যান রাহুল। শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এরপর পৃথ্বীর সঙ্গ দেন টিমের টেস্ট বিশেষজ্ঞ চেতেশ্বর পূজারা। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে পৃথ্বীর সঙ্গে হাত মিলিয়ে স্কোরবোর্ডে ২০৬ রান তোলেন তিনি। ৮৬ রান করে ফিরে যান পূজারা। তখন ভারতের স্কোর ২০৯। এরপর পৃথ্বী পাশে পান ক্যাপ্টেন কোহলিকে। পৃথ্বীর ইনিংস শেষ হয়ে যায় ১৩৪ রানে। ২৩২ রানে ভারতের তিন নম্বর উইকেটটা চলে যায় পৃথ্বী প্যাভিলিয়নে ফেরার পর। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান কোহলি ও অজিঙ্ক রাহানে। কোহলি-রাহানে মিলে ১০৫ রানের পার্টানারশিপ গড়ে তোলেন। রাহানে ৪১ রানে ফিরে যান ক্যাচ আউট হয়ে। ৭২ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন কোহলি। ১৭ রানে তাঁকে সঙ্গ দিচ্ছেন ঋষভ পন্থ।