দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগেই দুঃসংবাদ আছড়ে পড়ল ভারতীয় শিবিরে। পায়ে চোট পেয়ে অনুশীলন ছাড়তে বাধ্য হলেন ওপেনার পৃথ্বী শ। শনিবারেই ক্রাইস্টচার্চের হেগলে ওভালে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেখানেই মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে পৃথ্বী খেলার কথা ছিল। তবে ভারতের টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়ে চোটের শিকার তিনি।
সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারেই পৃথ্বী শ-এর রক্ত পরীক্ষা হবে। যদি রিপোর্টের উপর নির্ভর করে শুক্রবার জানিয়ে দেওয়া হবে তারকা ওপেনার দ্বিতীয় টেস্টে খেলতে পারবে কিনা। শ যদি স্বচ্ছন্দ বোধ না করে, তাহলে অবশ্যই বাইরে রাখা হবে তাঁকে।
পৃথ্বীর পরিবর্তে তৈরি রাখা হচ্ছে শুবমান গিলকে। বৃহস্পতিবার অনুশীলনে কোচ রবি শাস্ত্রীকে দেখা গেল শুবমানের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে। দূর থেকে বোঝা গিয়েছে, শাস্ত্রী গিলের কাছে গিয়ে ফুটওয়ার্কে কিছু রদবদলের কথা বলেন। পাশাপাশি ড্রাইভ করার ক্ষেত্রে কিছু টিপসও দেন।
শুবমানকে তৈরি রাখা হলেও টিম ম্যানেজমেন্টের আশা, পায়ের চোট সেরকম গুরুত্বপূর্ণ নয়। মুম্বইয়ের ওপেনার চোট পাওয়ার পরে অনুশীলনের বাধ্যতামূলক রাগবি খেলাতেও অংশ নেননি।
প্রথম টেস্টে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি তারকা। দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১৬ ও ১৪। দুই ইনিংসের নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। তারপরেই পৃথ্বী শ-কে বসিয়ে শুবমানকে খেলানোর দাবি উঠেছিল। যদিও ক্যাপ্টেন বিরাট তরুণ তুর্কির পাশে দাঁড়িয়ে বলেছিলেন, শ-কে নিজের চেনা আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে হবে। দ্বিতীয় টেস্টেও খেলানোর বার্তা দিয়েছিলেন বিরাট।