Advertisment

Prithvi Shaw's Reaction After Mumbai Squad Snub: হে ঈশ্বর আর কত দেখতে হবে! মুম্বই থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন পৃথ্বী

Mumbai Squad for Vijay Hazare Trophy: সময়টা একদমই ভালো যাচ্ছে না পৃথ্বী শয়ের। জাতীয় দল থেকে বাতিল হওয়ার পর ঘরোয়া ক্রিকেটেও জায়গা হারাতে হয়েছে তারকাকে। আইপিএল নিলামেও ছিলেন অবিক্রিত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Prithvi Shaw Gets Emotional On-Field After Dropping Catch On His IPL Debut

Prithvi Shaw dropped from Mumbai squad: মুম্বই থেকে আবারও বাদ পড়লেন পৃথ্বী শ (টুইটার)

Prithvi Shaw's Reaction to Mumbai Squad Exclusion: মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বইয়ের দল ঘোষণা করা হয়েছে। আর মুম্বইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তারপরই সোশ্যাল মিডিয়ায় নিজের চরম হতাশা ব্যক্ত করলেন তারকা।

Advertisment

চলতি ঘরোয়া সিজনের শুরু থেকেই নিজের ফর্ম এবং ফিটনেস নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন পৃথ্বী শ। কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলিতে চ্যাম্পিয়ন হওয়া মুম্বইয়ের স্কোয়াডেও ছিলেন পৃথ্বী। তারপরেই নির্বাচকরা তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। চলতি সিজনের দ্বিতীয় বারের মত।

২৫ বছরের তারকা জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন তিন বছর আগে। বাদ পড়ার পর পঞ্চাশ ওভারের ফরম্যাটে নিজের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। গত মাসে জেড্ডায় আয়োজিত আইপিএল নিলামে দল পাননি পৃথ্বী। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর কাড়তে পারেননি ২৫ বছরের তারকা। ৯ ইনিংসে মাত্র ১৯৭ করেছেন। সর্বোচ্চ স্কোর ৪৯।

লিস্ট এ ক্রিকেটে পৃথ্বী শ-য়ের রেকর্ড অবশ্য মোটেও খারাপ নয়। ভারতীয় ব্যাটারদের মধ্যেই লিস্ট এ ক্রিকেটে সবথেকে বেশি গড় থাকা তারকাদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে (৬৫ ম্যাচে ৫৫.৭২)। তাঁর আগে কেবল রয়েছেন রুতুরাজ গায়কোয়াড (৫৮.১৬) বিরাট কোহলি (৫৭.০৫) এবং চেতেশ্বর পূজারা (৫৭.০১)।

Advertisment

আরও পড়ুন: ফলো অন বাঁচিয়েও সেলিব্রেশন! ভারতকে লজ্জার অতলে ঠেলে দিল কোহলি-গম্ভীরদের উদযাপন

২০২০/২১ সিজনেই পৃথ্বী শ মুম্বইকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন বিজয় হাজারেতে। ৮২৭ রান করে তিনি ছিলেন সেবার সর্বোচ্চ রান সংগ্রাহক। ছিল কেরিয়ারের সেরা ২২৭ রানের ইনিংস-ও।

এবার বাদ পড়ার পর পৃথ্বী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখে দিয়েছেন, "ঈশ্বর আমাকে বলো, আমাকে আর কী কী দেখতে হবে! ৫৫.৭ গড়ে ১২৬ স্ট্রাইক রেটে ৬৫ ইনিংসে ৩৩৯৯ রানও যদি ভালো বিবেচিত না হয়! তবে তোমার ওপর আমার পুরো ভরসা থাকবে। আশা করি সমর্থকরা এখনও আমার পাশে থাকবে। আমি ফিরব এটা নিশ্চিত। ওম সাই রাম..."

মুম্বই ইরানি ট্রফি জয়ের পর রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল পৃথ্বীকে। জানানো হয়েছিল, ফিটনেসে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। কয়েকদিন আগেই মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের পর শ্রেয়স আইয়ারকে পৃথ্বীকে নিয়ে জিজ্ঞাসা করা হয়।

তিনি বলেন, "আমরা তো কারও দেখভাল করতে পারি না, তাই না? ও তো প্রচুর ক্রিকেট খেলেছে। সবাই ওঁকে পরামর্শও দিয়েছেন। দিনের শেষে, নিজের জন্য ওঁকে নিজেরই পথ খুঁজতে হবে। আর এর আগেও ও সেটা করেছে। এমন নয় যে, ও এটা করেনি। ওঁকে মনোযোগ দিতে হবে। তাকে বসে ভাবতে হবে, চিন্তার মাত্রা বাড়াতে হবে। এতে ও নিজেই উত্তর খুঁজে পাবে। কাউকে জোর করে কিছু করানো সম্ভব নয়।"

Prithvi Shaw Cricket News mumbai
Advertisment