scorecardresearch

সবসময় তোমার পাশে থাকব! তরুণীর হাতে বন্ধু পৃথ্বী আক্রান্ত হতেই মুখ খুললেন শচীন-পুত্র

সেলফির জন্য তরুণীর হাতে নিগৃহীত হয়েছিলেন পৃথ্বী শ

সবসময় তোমার পাশে থাকব! তরুণীর হাতে বন্ধু পৃথ্বী আক্রান্ত হতেই মুখ খুললেন শচীন-পুত্র

মাঠের বাইরে বরাবরই অক্রিকেটীয় ইস্যুতে শিরোনামে উঠে এসেছেন পৃথ্বী শ। ডোপিং টেস্টে ধরা পড়া হোক বা করোনাবিধি লঙ্ঘন করে গোয়ার পথে গাড়ি চালিয়ে হাজির হওয়ার পথে আটক হওয়া- পৃথ্বী শ রয়েছেন বিতর্কের মধ্যমণি হয়েই। জাতীয় দলে তিনি নিয়মিত না হওয়ার পিছনেও তাঁর বারংবার ব্যবহারবিধি লঙ্ঘন করার বিষয়টি অন্যতম কারণ। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।

পৃথ্বী শ-র সাম্প্রতিক বিতর্ক হিসাবে আবির্ভাব ঘটেছে সেলফি ঘটনা। সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে আপত্তি করায় আক্রান্ত হতে হয়েছে। বেসবল ব্যাট দিয়ে তাঁর ওপর চড়াও হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার স্বপ্না গিল। এমনকি গ্রেফতারও করা হয় স্বপ্নাকে। যদিও স্বপ্নার আইনজীবীর তরফে পাল্টা জানানো হয়েছে, ক্রিকেটারই নাকি স্বপ্নাকে নিগ্রহ করেছেন।

আরও পড়ুন: পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে থেঁতো করে গ্রেফতার সুন্দরী! কে এই স্বপ্না গিল, চিনুন পরিচয়, দেখুন ভিডিও

গোটা ঘটনায় পৃথ্বী শয়ের ভাবমূর্তি আবার ধাক্কা খেয়েছে। তবে এই ইস্যুতে বন্ধু পৃথ্বীর পাশেই দাঁড়াচ্ছেন অর্জুন তেন্ডুলকর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শচীন-পুত্র সাফ লিখলেন, “বন্ধু শক্ত থেকো। ভালো বা খারাপ সময় হোক- সবসময় তোমার পাশে রয়েছি।”

অনুর্দ্ধ-১৪ ক্রিকেটীয় সময় থেকে অর্জুনের সঙ্গে পৃথ্বীর বন্ধুত্ব। দুজনে মুম্বইয়ের জার্সিতে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন।অনুর্দ্ধ-১৪ ক্রিকেটে ৫৪৬ রান করে রেকর্ড গড়া পৃথ্বীর সঙ্গে নিজের আরও একটি ছবি পোস্ট করেছেন অর্জুন। ক্যাপশনে লিখেছেন, “ওপেনিং পার্টনার্স।”

পৃথ্বী শ ২০২১-এর অস্ট্রেলিয়া সফরের পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে জাতীয় দলের টি২০ স্কোয়াডে ফিরে এসেছেন। অন্যদিকে, মুম্বইয়ে বেশি সুযোগ না পাওয়ায় অর্জুন আপাতত পাড়ি জমিয়েছেন গোয়ায়। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন শচীন পুত্র।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Prithvi shaw selfie attack controversy sapna gill arjun tendulkar