Advertisment

বাদ পড়ছেন পৃথ্বী শ, আইপিএল শেষের আগেই বড় সিদ্ধান্ত দিল্লির

চলতি আইপিএলে ধাওয়ান এবং স্টোয়িনিস ব্যাট হাতে সফল। ধাওয়ান যেমন জোড়া সেঞ্চুরি সমেত ৫২৫ রান করেছেন। তেমন ১৫ ম্যাচে ৩১৪ রান করেছেন ইতিমধ্যেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোটা টুর্নামেন্টে চূড়ান্ত ফ্লপ। তাই এবার কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস। বাদ পড়তে চলেছেন পৃথ্বী শ। প্রতি ম্যাচেই ব্যর্থ। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই প্রথম একাদশ গড়তে চলেছে দিল্লি। এমনটাই খবর। রবিবারই ফাইনালে ওঠার লড়াইয়ে দিল্লির মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।

Advertisment

চলতি টুর্নামেন্টে পৃথ্বী শ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছেন ব্যাট হাতে। ১৩ ম্যাচে করেছেন মাত্র ২২৮ রান। স্ট্রাইক রেটও তথৈবচ, মাত্র ১৩৬.৫২। শেষ আট ইনিংসে শ এর সেরা স্কোর ১৮। এর মধ্যে তিনটি ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছেন। ওপেনিংয়ে সাত তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় মিডল অর্ডার অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। এমন ভয়ঙ্কর পারফরম্যান্সের পর রবিবারের ম্যাচে সরাসরি বাদ দেওয়া হচ্ছে পৃথ্বীকে।

আরো পড়ুন: মাঠেই কিশোর কুমারের গান গাওয়ার অনুরোধ বীরুকে, পাক ক্রিকেটারের কীর্তি প্রকাশ্যে

পৃথ্বী বাদ পড়লে ওপেন করবেন কে? এমনিতে দিল্লির হাতে অপশন কেউ নেই। শিখর ধাওয়ান, রাহানের ওপেনিং কম্বিনেশন একদম ব্যর্থ হয়েছে। তবে মহা ম্যাচে ধাওয়ানের ওপেনিং পার্টনার হিসাবে দেখা যেতে পারে মার্কাস স্টোয়িনিসকে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই ধাওয়ান বলে দিয়েছিলেন, "সাপোর্ট স্টাফ হয়ত স্টোয়িনিসের কথা ভেবে রেখেছে। তবে আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। যদি আমি ওর সঙ্গে ওপেন করার সুযোগ পাই। তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। স্টোয়িনিস এবং আমার রসায়ন বেশ ভালো। একে অন্যের সঙ্গে অনেক মজা করি।"

চলতি আইপিএলে ধাওয়ান এবং স্টোয়িনিস ব্যাট হাতে সফল। ধাওয়ান যেমন জোড়া সেঞ্চুরি সমেত ৫২৫ রান করেছেন। তেমন ১৫ ম্যাচে ৩১৪ রান করেছেন ইতিমধ্যেই। তাঁর নামের পাশে তিনটে হাফসেঞ্চুরি। জানা গিয়েছে, স্বদেশীয় স্টোয়িনিসের পারফরম্যান্সে মুগ্ধ কোচ রিকি পন্টিং। তিনি ধাওয়ানের সঙ্গে স্টোয়িনিসকে নামানোর পক্ষপাতী। শনিবার রাতে এই বিষয়ে টিম মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। স্টোয়িনিস ওপেন করলে প্রথম একাদশে আরো বেশ কিছু পরিবর্তন করতে হবে দিল্লিকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Prithvi Shaw
Advertisment