Advertisment

Priyansh Arya smashes six sixes in an over: ৬, ৬, ৬, ৬, ৬, ৬! তাণ্ডব চালিয়ে যুবরাজের ছয় ছক্কার কীর্তি ভাগ ভারতীয় তারকার, দেখুন বিধ্বংসী ভিডিও

Priyansh Arya smashes six sixes in an over: একের পর এক ছক্কা, একই ওভারে ছয় ছক্কা। যুবরাজের কীর্তি তে ভাগ বসালেন ভারতীয় তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য। দিল্লি প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তান্ডব চালালেন তিনি, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Priyansh Arya smashes six sixes in an over

দিল্লি প্রিমিয়ার লিগে ছয় ছক্কার কীর্তি গড়লেন প্রিয়াংশ আর্য (টুইটার)

Priyansh Arya, six sixes in an over in Delhi Premiere League: দিল্লি প্রিমিয়ার লিগে ছক্কার ঝড় তুলে দিলেন প্রিয়াংশ আর্য। দক্ষিণ দিল্লির এই ব্যাটার উত্তর দিল্লির বিরুদ্ধে যুবরাজের মত ছয় ছক্কার নজির গড়লেন। অরুণ জেটলি স্টেডিয়ামে তান্ডব চালালেন তরুণ এই ব্যাটার।

Advertisment

সাউথ দিল্লির ব্যাটিংয়ের সময়ের ঘটনা। ইনিংসের ১২তম ওভারে বোলিং করতে এসেছিলেন মনন ভরদ্বাজ। প্ৰথম বলই লং অফ দিয়ে সোজা ছক্কা হাঁকান প্রিয়াংশ। তারপরের পাঁচ বলেও পরপর ছক্কা হাঁকিয়ে যান তিনি। এই ঝড় তোলা ইনিংসের সঙ্গেই যুবরাজ সিং, রবি শাস্ত্রীদের সঙ্গে একই আসনে বসে যান তিনি।

আরও পড়ুন: পাকিস্তান নিরাপদ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসো না! কোহলিদের বড় পরামর্শ পাক তারকার

একসময় ১৫ বলে ২৮ রানে ব্যাটিং করছিলেন তিনি। আর ৮ বলের মধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন। তারপরেই ছক্কার তান্ডব চলা সেই ওভারের পর তাঁর রান গিয়ে দাঁড়ায় ৫৮ থেকে ৯৪-এ। শেষমেশ তিনি থামেন ৫০ বলে ১২০ করে। ২৪০ স্ট্রাইক রেটে ১০টা করে ছক্কা, ১০ টা বাউন্ডারি হাঁকিয়ে যান। শেষ পর্যন্ত সিদ্ধার্থ সোলাঙ্কির বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।

তবে প্রিয়াংশ-এর থেকেও ভয়াবহ মেজাজে ব্যাটিং করেন আইপিএলে লখনৌয়ের হয়ে খেলা আয়ুশ বাদোনি। তিনি ১৬৫ করেন মাত্র ৫৫ বলে। দুজনে মিলে দলের স্কোর ৩০৮ পর্যন্ত পৌঁছে দেন। এই নিয়ে ডিপিএল-এ দুই নম্বর সেঞ্চুরি হয়ে গেল প্রিয়াংশের। তিনিই চলতি লিগের সেরা স্কোরার এখনও পর্যন্ত। ৮ ম্যাচে তাঁর রান সংখ্যা ৫৬২। তিনি ব্যাটিং করছেন ১৯৫.৮২ স্ট্রাইক রেটে।

জোড়া সেঞ্চুরির পাশাপাশি দুটো হাফসেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। সবমিলিয়ে চলতি ডিপিএল-এ এখনও পর্যন্ত ৪০ ছক্কা, ৪৪ বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছেন। প্ৰথমবারের মত আয়োজিত এই লিগে দিল্লির প্রতিশ্রুতিমান তারকারা অংশ নিয়েছেন। নিজের যোগ্যতার পরীক্ষা দিচ্ছেন। সেই পরীক্ষায় এখনই সসম্মানে উত্তীর্ণ প্রিয়াংশ।

cricket Yuvraj Singh Cricket News
Advertisment