/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/628A1916-LEAD.jpg)
Pro Kabaddi Final 2019: মহারণের আগে জেনে নিন এবার কারা কাড়লেন নজর
Pro Kabaddi 2019 Top Raider, Top Defender, Most Raid Points, Most Tackle Points Table, Players List, Teams: আর কয়েক ঘণ্টা পরেই আহমেদাবাদের ইকেএ এরিনা বাই ট্রান্সস্টেডিয়াতে প্রো কাবাডির সপ্তম সংস্করণের ফাইনাল। শিরোপা নির্ধারক ম্য়াচে মুখোমুখি বাংলা ও দিল্লি। মনিন্দর সিংয়ের বেঙ্গল ওয়ারিয়র্স খেলবে যোগিন্দর নরওয়ালের দাবাং দিল্লির বিরুদ্ধে।
সেমি ফাইনালে নবীন কুমার দিল্লির নায়ক হয়ে গিয়েছিলেন। তাঁর ১৫টি রেইড পয়েন্টের সৌজন্য়ে দিল্লি হারিয়েছিল গতবারের চ্য়াম্পিয়ন বেঙ্গালুরু বুলসকে। ডিফেন্সে দুরন্ত পারফরম্য়ান্স ছিল অনিল কুমারের। দিল্লি ৪৪-৩৮ ম্য়াচ জিতে নেয়। অন্য়দিকে বেঙ্গল ওয়ারিয়র্স নেক-টু-নেক লড়াইয়ে ৩৭-৩৫ হারায় ইউ মুম্বাকে। বিসি রমেশের শিষ্য়রা বাংলার চ্য়াম্পিয়ন হওয়ার স্বপ্ন জিইয়ে রাখে।
আরও পড়ুন: কলকাতায় প্রো কাবাডির ইতিহাস প্রদীপের, ইন্ডোরে আসছেন হাজার-হাজার মানুষ
#VIVOProKabaddiFinal mat is a stage and these players mere CHAMPIONS! ????
Read up on what's in store in #DELvKOL: https://t.co/qrEZVquksc and see who becomes the ULTIMATE CHAMPION:
⏳: Tonight, 7 PM
????: Star Sports & Hotstar#WorldsToughestWeek#IsseToughKuchNahipic.twitter.com/2XJoQmdqo7— ProKabaddi (@ProKabaddi) October 19, 2019
সপ্তম সংস্করণে টপ রেইডারে কে ?
বেঙ্গালুরুর অধিনায়ক পবণ শেরাওয়াত টপ রেইডার হয়েছেন এই মরসুমে। তিনি ২৪ ম্য়াচে মোট ৩৪৬টি রেইড পয়েন্ট পেয়েছেন।
সপ্তম সংস্করণে সর্বোচ্চ ট্য়াকেল পয়েন্ট কার ?
ইরানের জাতীয় দলের প্লেয়ার ফজল আট্রাচালি খেললেন ইউ মুম্বার হয়ে। ২৪ ম্য়াচে ৮২টি ট্যাকেল পয়েন্ট নিয়ে শীর্ষে তিনি।
আরও পড়ুন: ইরানিয়ান অলরাউন্ডারে শক্তিশালী বেঙ্গল ওয়ারিয়র্স, রেডারদের জন্য় গর্ব কোচের
আক্রমণ ভাগে দিল্লির নবীন সুপার টেনে ২২ ম্য়াচে ২১ পেয়েছেন।
ইউপি যোদ্ধার সুমিত ডিফেন্সে ২২ ম্য়াচে হাই ফাইভ পেয়েছেন সাত বার।
দিল্লি সবচেয়ে বেশি জিতে পয়েন্টে টেবিলে শীর্ষে রয়েছে। তামিল থালাইভাস চার ম্য়াচ জয়ের সুবাদে সবার নিচে।
আরও পড়ুন: রসগোল্লায় মজে কোরিয়ান লি, পাটনায় গিয়েও বাংলার বাবুমশাইয়ের মন পড়ে কলকাতায়