ধর্ষণে অভিযুক্ত মেসি-এমবাপেদের বন্ধু! ভয়ঙ্কর ঘটনায় কালির ছিটে বিশ্বকাপের চমক জাগানো তারকার

বিশ্বকাপে সাড়া জাগানো ফুটবলারের গায়ে কলঙ্কের ছিটে

বিশ্বকাপে সাড়া জাগানো ফুটবলারের গায়ে কলঙ্কের ছিটে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দানি আলভেজ স্পেনে ধর্ষণে অভিযুক্ত হয়ে কলঙ্কিত হয়েছেন কিছুদিন আগেই।।এবার একইভাবে ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়লেন মেসি-এমবাপেদের পিএসজি সতীর্থ অচরাফ হাকিমি। এরপরেই তারকা ডিফেন্ডারের বিরুদ্ধে ফরাসি কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। সোমবার এমনটাই জানিয়েছেন একজন বিচার বিভাগীয় আধিকারিক। তদন্তে নেতৃত্ব দিচ্ছে প্যারিসের শহরতলির নান্টেসের প্রসিকিউটর অফিস। জানাচ্ছেন সেই আধিকারিক।

Advertisment

তবে সেই আধিকারিকের তরফে গোটা ধর্ষণ ঘটনার বিষয়ে কোনওকিছু বিস্তারিত জানানো হয়নি। চালু হওয়া এই তদন্তের বিষয়ে কথা বলার জন্য আধিকারিককে সর্বসমক্ষে নাম প্রকাশ করার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই

পিএসজির তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। অচরাফ হাকিমিও এই ইস্যুতে জনসমক্ষে কোনও মন্তব্য করেননি। স্প্যানিশ বংশোদ্ভূত হাকিমি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কোর অন্যতম সেরা তারকা। বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা রাইট ব্যাকও তিনি। সোমবারই তিনি ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন। কাতার বিশ্বকাপের সেরা বাছাই একাদশের জায়গা পেয়েছেন মরোক্কান সুপারস্টার। ফিফার অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হতেই দর্শকরা করতালি দিয়ে অভিবাদন জানান তারকাকে। রবিবার লিগা ওয়ানে মার্সেইয়ির বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচে উরুতে চোটের কারণে নামতে পারেননি তিনি।

Advertisment

Read the full article in ENGLISH

rape Case Football PSG rape