PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান

PSG vs Real Madrid Semi-Final Highlights: রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেল পিএসজি। প্যারিসের বিধ্বংসী ফুটবলের কাছে মান-সম্মান ধুলোয় মিশল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের।

PSG vs Real Madrid Semi-Final Highlights: রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেল পিএসজি। প্যারিসের বিধ্বংসী ফুটবলের কাছে মান-সম্মান ধুলোয় মিশল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের।

author-image
Subhamay Mandal
New Update
PSG vs Real Madrid Semi-final Highlights: রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

PSG vs Real Madrid Semi-final Highlights: রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

PSG vs Real Madrid Highlights, FIFA Club World Cup 2025: প্রাক্তন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে (Real Madrid) চূর্ণ করে ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup 2025) ফাইনালে চলে গেল প্যারিস সাঁ জার্মেঁই (PSG)। বুধবার মাদ্রিদের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। ফাবিয়ান রুইজের জোড়া গোল এবং উসমান ডেম্বেলে ও গনসালো রামোসের গোলে ৪-০ স্কোরে জেতে প্যারিস। ফাইনালে চেলসির মুখোমুখি পিএসজি। 

Advertisment

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে পিএসজি। রিয়াল মাদ্রিদকে জমিই ছাড়েনি তারা। প্রথমার্ধেই ৩-০ স্কোরে এগিয়ে যায় পিএসজি। সেখান থেকে ম্যাচে ফিরে আসা কার্যত অসম্ভব ছিল। যদিও বিপক্ষ টিমের নাম রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এরকম বহুবার মিরাকল ঘটিয়েছে মাদ্রিদ। কিন্তু এদিন সেই মিরাকল দেখাতে পারলেন না এমবাপে-ভিনিরা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য রেখেই জয় পেল পিএসজি।

ফাইনালে ইউরোপা কনফারেন্স লিগ জয়ী চেলসির মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। দুই ইউরোপ চ্যাম্পিয়নের ফাইনাল দেখার জন্য মুখিয়ে গোটা ফুটবল বিশ্ব।

Advertisment

আরও পড়ুন ইন্টার মায়ামিকে নিয়ে ছেলেখেলা পিএসজি-র, প্রাক্তন ক্লাবের কাছে লজ্জার হারে বিদায় মেসির

প্রসঙ্গত, রিয়ালের হয়ে এদিনই শেষ ম্যাচ খেললেন মাঝমাঠের জাদুকর লুকা মদ্রিচ। এই মরশুমে তিনি ইতালির এসি মিলানের হয়ে খেলবেন। জিতে বিদায় নিতে চেয়েছিলেন মদ্রিচ, কিন্তু তাঁর বিদায়ী ম্যাচে লজ্জার হার হজম করতে হল রিয়ালকে। 

উল্লেখযোগ্য বিষয়, রিয়াল মাদ্রিদের এত শক্তিশালী ফরোয়ার্ড লাইন এদিন ভোঁতা হয়ে যায় পিএসজি-র ডিফেন্সের কাছে। সেইসঙ্গে রিয়ালের ডিফেন্স একেবারেই ভেঙে পড়ে পিএসজি-র ফরোয়ার্ডদের লাগাতার আক্রমণে। রিয়াল কোচ হাভি অ্যালোন্সোকে নয়া মরশুমে ডিফেন্স নিয়ে অনেক খাটতে হবে। নাহলে এই মরশুমেও হতাশাই প্রাপ্তি হবে বিশ্বের অন্যতম সেরা ক্লাবের। 

এদিন ২৩ মিনিটের মধ্যেই ৩ গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। সবচেয়ে জঘন্যতম ডিফেন্সিভ ভুল করেন রুডিগার। তাঁর ভুলে তিন নম্বর গোল খায় রিয়াল। জার্মান ডিফেন্ডারের বিশ্রী ভুলের খেসারত দিতে হয় মাদ্রিদকে।

অন্যদিকে, পিএসজি গোটা টুর্নামেন্টে যেভাবে বিধ্বংসী ফর্মে খেলেছে তাতে তাদেরই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরে নিচ্ছেন অনেক ফুটবল বোদ্ধা। উল্টোদিকে চেলসিও অনেক শক্তিশালী দল হলেও তাদেরকে অনেকেই ধর্তব্যের মধ্যে রাখছেন না। ফাইনালে শেষ হাসি কোন দল হাসে সেটাই এখন দেখার।

Real Madrid PSG FIFA Club World Cup 2025