Operation Sindoor: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror attack) যোগ্য জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ঘরে ঢুকে মিসাইল হামলা চালিয়েছে। এই ঘটনায় ধ্বংস হয়েছে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি। জানা গিয়েছে, একাধিক জঙ্গিকে এই ঘটনায় নিকেশ করা গিয়েছে। এমনকী, পাকিস্তান নিজেও এই ঘটনার কথা স্বীকার করেছে। এই মুহূর্তে পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে। এরপর কী করতে হবে, সেটাই বুঝতে পারছে না। তবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হলেও, আপাতত ভয়ে কাঁপছে বাংলাদেশ (Bangladesh Cricket Board)। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
পাকিস্তানে আয়োজন করা হচ্ছে পিএসএল
আপাতত পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল চলছে পুরোদমে। এই টুর্নামেন্টে এখনও বেশ কয়েকটি ম্য়াচ বাকি রয়েছে। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে পাকিস্তান সুপার লিগ নির্দিষ্ট সূচি অনুসারে আয়োজন করা হবে। ইতিমধ্যে পাকিস্তানে মিসাইল হামলার পর বাংলাদেশ নিজেদের দেশের ক্রিকেটারদের নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেটাররা বর্তমানে পাকিস্তান সুপার লিগ খেলছে।
India Strikes Explained: ধুন্ধুমার অপারেশনে ছারখার পাকিস্তান, ২০২৫-এর ৩টি বড় বার্তা ইসলামাবাদে পাঠাল নয়াদিল্লি
আপাতত পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হুসেন এবং নাহিদ রানা
সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পিসিবি-র সঙ্গে যোগাযোগ করেছে। কথা হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হুসেন লাহোর কলন্দর্সের হয়ে খেলছেন। অন্যদিকে পেস বোলার নাহিদ রানা খেলছেন পেশোয়ার জালমির হয়ে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'পিসিবি এবং ইসলামাবাদে অবস্থিত হাইকমিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাদের দেশের ক্রিকেটাররা যে একেবারে নিরাপদ রয়েছে, তা জানা গিয়েছে।' সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এরপর আবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তারা পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে। আগামী ২৫ মে থেকে এই সিরিজ শুরু হবে। আশঙ্কা করা হচ্ছে, এই সিরিজও বাতিল করা হতে পারে। এখনও পর্যন্ত বাংলাদেশের ২ ক্রিকেটারই পাকিস্তানে রয়েছেন। এরপর গোটা দলকে যেতে হবে।
KKR vs CSK Live Score, IPL Match Today: শুরুতেই আউট গুরবাজ, দায়িত্বজ্ঞানহীন শট কেকেআর ওপেনারের
আপাতত কয়েকদিন অপেক্ষা করবে বিসিবি, তারপর নেবে সিদ্ধান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ ক্রিকবাজকে জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আপাতত কয়েকদিন অপেক্ষা করা হবে। আগামীদিনে পাকিস্তানের পরিস্থিতি কেমন হয়, তারপরই বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশের ক্রিকেট সফর নিয়ে তিনি জানিয়েছেন, এই ব্যাপারে আগামী ৫ দিন অপেক্ষা করতে হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত নাহিদ রানা এবং রিশাদ হুসেনকে নিয়েই যাবতীয় চিন্তা ঘুরপাক খাচ্ছে।