IPL 2025: অধিনায়ক শ্রেয়সের ক্যারিশমা! গুজরাটকে ১১ রানে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস

In the 5th match of IPL 2025, Punjab Kings defeated Gujarat Titans by 11 runs. Skipper Shreyas Iyer's unbeaten 97 and Priyansh Arya’s 47 powered the team to 243 runs. আইপিএল ২০২৫-এর ৫ম ম্যাচে গুজরাট টাইটানসকে ১১ রানে হারাল পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৯৭ ও প্রিয়াংশ আর্যের ৪৭ রানের দারুণ ইনিংস দলকে ২৪৩ রান তুলতে সাহায্য করেছে।

In the 5th match of IPL 2025, Punjab Kings defeated Gujarat Titans by 11 runs. Skipper Shreyas Iyer's unbeaten 97 and Priyansh Arya’s 47 powered the team to 243 runs. আইপিএল ২০২৫-এর ৫ম ম্যাচে গুজরাট টাইটানসকে ১১ রানে হারাল পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৯৭ ও প্রিয়াংশ আর্যের ৪৭ রানের দারুণ ইনিংস দলকে ২৪৩ রান তুলতে সাহায্য করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Punjab Kings vs Gujarat Titans: আইপিএলে মঙ্গলবার পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচের একটি দৃশ্য

Punjab Kings vs Gujarat Titans: আইপিএলে মঙ্গলবার পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল)

Punjab Kings Edge Past Gujarat Titans in a High-Scoring Thriller, Win by 11 Runs: টানটান উত্তেজনার ম্যাচে আইপিএলের ৫ম ম্যাচ জিতল পঞ্জাব কিং। ১১ রানে হারাল গুজরাট টাইটানসকে। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট অধিনায়ক শুভমান গিল। কিন্তু, সেই সিদ্ধান্ত তাঁর দলের বিরুদ্ধে গেল। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ২৪৩ রান। যার ফলে রান তাড়া করা খুবই কঠিন হয়ে গিয়েছিল গুজরাটের পক্ষে। তবে, তারাও চেষ্টা চালিয়েছিল। কিন্তু, শেষ অবধি ৫ উইকেটে ২৩২ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়।   

Advertisment

গুজরাটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার সাই সুদর্শন। তিনি ৪১ বলে ৫টি চার এবং ৬টি ছয়ের সহযোগে ৭৪ রান করেন। শেষ পর্যন্ত অর্শদীপের বলে শশাঙ্ক সিংয়ের হাতে ধরা পড়েন সুদর্শন। জস বাটলার ৩৩ বলে ৪টি চার এবং ২টি ছয় সহযোগে করেছেন ৫৪ রান। গুজরাটের উইকেটরক্ষক বাটলার বোল্ড হন মার্কো জ্যানসেনের বলে। শেরফান রাদারফোর্ড ২৮ বলে ৪টি চার এবং ৩টি ছয় সহযোগে তোলেন ৪৬ রান। তিনি অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হন। গুজরাটের অধিনায়ক শুভমান গিল ১৪ বলে ২টি চার এবং ৩টি ছয় সহযোগে তোলেন ৩৩ রান। পঞ্জাবের হয়ে অর্শদীপ সিং ৩টি উইকেট নিয়েছেন।

এর আগে মঙ্গলবার অধিনায়ক শ্রেয়স আইয়ার তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও গুজরাট টাইটানসের বিরুদ্ধে রানের পাহাড় বানায় পঞ্জাব কিংস। শেষ ওভারে পঞ্জাব তোলে ২৩ রান। শ্রেয়স ব্যক্তিগত ৯৭ রানে অপরাজিত থেকে যান। তাঁর সঙ্গেই ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত থেকে যান শশাঙ্ক সিং। শ্রেয়সের ইনিংসে ছিল ৫টি চার এবং ৯টি ছয়। আর শশাঙ্কের ৬টি চার এবং ২টি ছয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তোলে পঞ্জাব কিংস। পঞ্জাবের এই দুর্ধর্ষ ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন দলের ওপেনার প্রিয়াংশ আর্য। তিনি ২৩ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৪৭ রান করে অপরাজিত থেকে যান।

Advertisment

আরও পড়ুন- সেঞ্চুরি ৩ রানের জন্য হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাতের বিরুদ্ধে রেকর্ড রান তুলে এগিয়ে পাঞ্জাব

গতবছর কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর কেকেআর তাঁকে ধরে রাখেনি। এবার কার্যত কিছুটা অভিমান ভরেই টাকার অঙ্ক বাড়িয়ে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। আর, মঙ্গলবার তাঁর এই নতুন অভিযানের শুরুটা হল বেশ দুর্দান্ত ভাবে। ২৭ বলে ছয় মেরে তিনি এদিন অর্ধশতক পূর্ণ করেন।

Indian Premier League (IPL) IPL Shreyas Iyer Gujarat Titans Punjab Kings