Shreyas Iyer Falls Short of Century as Punjab Kings Smash Record Total Against Gujarat: অধিনায়ক শ্রেয়স আইয়ার তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও মঙ্গলবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে রানের পাহাড় বানাল পঞ্জাব কিংস। শেষ ওভারে পঞ্জাব তোলে ২৩ রান। শ্রেয়স ব্যক্তিগত ৯৭ রানে অপরাজিত থেকে যান। তাঁর সঙ্গেই ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত থেকে যান শশাঙ্ক সিং। শ্রেয়সের ইনিংসে ছিল ৫টি চার এবং ৯টি ছয়। আর শশাঙ্কের ৬টি চার এবং ২টি ছয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তোলে পঞ্জাব কিংস। পঞ্জাবের এই দুর্ধর্ষ ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন দলের ওপেনার প্রিয়াংশ আর্য। তিনি ২৩ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৪৭ রান করে অপরাজিত থেকে যান।
আর, এসবের দৌলতে ১৮তম ওভারেই দু'শো রানের সীমানা পার করে ফেলে পঞ্জাব কিংস। গতবছর কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর কেকেআর তাঁকে ধরে রাখেনি। এবার কার্যত কিছুটা অভিমান ভরেই টাকার অঙ্ক বাড়িয়ে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। আর, মঙ্গলবার তাঁর এই নতুন অভিযানের শুরুটা হল বেশ দুর্দান্ত ভাবে। ২৭ বলে ছয় মেরে তিনি এদিন অর্ধশতক পূর্ণ করেন। ১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১৩৯/৪। গুজরাট অবশ্য চেষ্টার ত্রুটি করেনি। পরপর দুই বলে ওমরজ়াইকে ১৬ ও ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সাই কিশোর। যার ফলে ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ছিল ৪ উইকেটে ১০৫।
আরও পড়ুন- আইপিএল ২০২৫-এ দুর্দান্ত অভিষেক! প্রিয়াংশ আর্যের ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস
এর আগে সাত ওভার শেষে পঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৮৫। কাগিসো রাবাদা ব্যক্তিগত ৫ রানের মাথায় সিমরন সিংকে ফিরিয়ে দেন। সাই কিশোর শেষ পর্যন্ত তিনটি উইকেট নেন। তিনি ব্যক্তিগত ২০ রানের মাথায় ফিরিয়ে দেন মার্কাস স্টইনিসকে। জবাবে দুর্দান্ত ব্যাটিং করছে গুজরাট টাইটানসও। অধিনায়ক শুভমান গিল ১৪ বলে ২টি চার এবং ৩টি ছয়-সহ ৩৩ রান করেন। তাঁকে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। শুভমানের ক্যাচ ধরেন প্রিয়াংশ। কিন্তু, ওপেনার সাই সুদর্শন এবং জস বাটলার দলের পরিস্থিতি ঘোরালো হতে দেননি। তাঁরা গুজরাটের ইনিংসের হাল ধরেন।