/indian-express-bangla/media/media_files/2024/12/23/f61jfzElsPBUATvKfoQW.jpg)
PV Sindhu Marriage: পিভি সিন্ধুর বিয়ে। (ছবি- টুইটার)
PV Sindhu Marriage First Pic: আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতের দীর্ঘদিনের সেরা মুখ পিভি সিন্ধু বিয়ে সারলেন। তাঁর বিয়ের সেই ছবি সামনে এল। ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে তাঁর বিয়ে হল রাজস্থানের উদয়পুরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সামনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং চৌহান। ছবিতে দেখা গিয়েছে, চৌহান এই দম্পতিকে আশীর্বাদ করছেন। সংগীত, হলদি, মেহেন্দি অনুষ্ঠানেও ছিল বিশেষ আয়োজন। সিন্ধুর প্রশিক্ষণের সময়ের সঙ্গে তাল মেলাতেই তড়িঘড়ি বিয়ের আয়োজন করতে হল বলে তাঁর বাবা আগেই জানিয়েছেন।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং চৌহানের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের পরনে বিয়ের পোশাক। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ছবি পোস্ট করে শেখাওয়াত লিখেছেন, 'অলিম্পিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে গতরাতে উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছি। আমি নবদম্পতিকে নতুন জীবন শুরুর জন্য আশীর্বাদ দিলাম।'
এর আগে গত ২০ ডিসেম্বর সিন্ধুর সংগীত অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তারপর হলদি, মেহেন্দির মত নানা অনুষ্ঠানও সাড়া হয়েছিল সাড়ম্বরে। সিন্ধুর বাবা জানিয়েছেন, উভয় পরিবারই পরস্পরকে দীর্ঘদিন ধরে চেনে। তবে বিয়ের পরিকল্পনাটা গত একমাসের মধ্যেই হয়েছে। আগামী বছর সিন্ধুর একের পর এক টুর্নামেন্ট আছে। সেই সব টুর্নামেন্টে ভালো ফলাফল করার জন্য প্রচুর অনুশীলন করা দরকার। সেই অনুশীলনে যাতে কোনওরকম সমস্যা দেখা না দেয়, সেটা নিশ্চিত করতেই বিয়ের অনুষ্ঠানটা তড়িঘড়ি সেরে ফেলতে হল।
Pleased to have attended the wedding ceremony of our Badminton Champion Olympian PV Sindhu with Venkatta Datta Sai in Udaipur last evening and conveyed my wishes & blessings to the couple for their new life ahead.@Pvsindhu1pic.twitter.com/hjMwr5m76y
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 23, 2024
সিন্ধুর স্বামী হায়দরাবাদের পসিডেক্স টেকনোলজিসের কার্যনির্বাহী ডিরেক্টর। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সিন্ধুর বিয়ে উপলক্ষে তাঁর পরিবারের তরফে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিশিষ্টদের পাশাপাশি উভয় পরিবারের আত্মীয়, ঘনিষ্ঠ লোকজন এবং বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন। আর, সেই অনুষ্ঠানের যেন সূচনা হয়ে গেল শেখাওয়াতের প্রকাশিত এই ছবি থেকে।
আরও পড়ুন- আশঙ্কাজনক কাম্বলি, ভর্তি হাসপাতালে! চরম ঘটনার বুক ধড়ফড় গোটা দেশের
দীর্ঘদিন ধরেই সিন্ধুর বিয়ে নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ভারতীয় শাটলার বিভিন্ন সাক্ষাৎকারে সন্তর্পণে সেই সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। আর, এবার বিয়েটাও রীতিমতো দেখাশোনা করেই হল। দুই পরিবারের বড়দের সম্মতিতে বিয়ে সারলেন ভারতীয় শাটলার।