Advertisment

তেজসের উড়ান নিলেন পিভি সিন্ধু

ভারতের বায়ু সেনার সংসারে নবতম সংযোজন তেজস। দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত এই বিমানের উড়ান নিয়েছেন। ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
PV Sindhu takes flight in LCA Tejas to celebrate Women's Day at Aero India 2019

তেজসের উড়ান নিলেন পিভি সিন্ধু

শনিবার বেঙ্গালুরুতে অন্য অবতারে পাওয়া গেল পিভি সিন্ধুকে। দেশের অলিম্পিক রুপো জয়ী কন্যা সেনার পোশাকে ওড়ালেন তেজস যুদ্ধবিমান। হিন্দুস্থান এয়ারোনটিকস লিমিটেডের লাইট ওয়েট কমব্যাট এয়ারক্রাফ্টের সহ-পাইলট হয়ে আকাশে চক্কর কাটলেন গোপীচাঁদের শিষ্যা। প্রতিরক্ষা মন্ত্রক থেকে আগেই জানানো হয়েছিল যে, বেঙ্গালুরুতে এয়ার শো-র মাধ্যমে আয়োজিত নারী দিবসে সিন্ধুকে তেজসের উড়ান নিতে দেখা যাবে।

Advertisment

এদিন সেনার সবুজ উর্দিতে সিঁড়ি দিয়ে ককপিটে ওঠার সময় হাত নাড়িয়ে অভিবাদন জানান সিন্ধু। দেশের প্রথম সারির শাটলার সদ্যই জাতীয় চ্যাম্পিয়নশিপে সাইনা নেহওয়ালের কাছে খেতাব হাতছাড়া করেছেন। আপাতত সিন্ধু প্রস্তুতি নিচ্ছেন আসন্ন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য। বার্মিংহ্যামে ৬-১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান চালালেন উসমান খোয়াজা


গত বুধবারই তেজস সেন্টার ফর মিলিটারি এয়ারওয়ার্দিনেস অ্যান্ড সার্টিফিকেশন (সিইএমআইএলএসি)  থেকে ফাইনাল অপারেশনল ক্লিয়ারেন্স (এফওসি) পেয়েছে। ভারতের বায়ু সেনার সংসারে নবতম সংযোজন তেজস। দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত এই বিমানের উড়ান নিয়েছেন। ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Advertisment