Advertisment

এ কী প্যান্ট পরে কেকেআরকে হারালেন ডি'কক! চমকে গেল আইপিএল

রোহিত নিজের ওপেনিং পার্টনারের এমন অস্বস্তি দেখে হাসি চেপে রাখতে পারেননি। হাসিতে ফেটে পড়েন সর্বসমক্ষেই। জার্সি সমস্যার হলেও, ডি'কককে ম্যাচে সমস্যায় ফেলতে পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার ওপেনিং পার্টনার কুইন্টন ডিকক। সেই ম্যাচেই এমন কাণ্ড করে বসলেন প্রোটিয়াজ তারকা, যা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন সমর্থকরা। ডিককের ঘটনা আসলে ফাঁস করে দেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে।

Advertisment

ম্যাচে ডিকক অনুশীলনের জার্সি পরেই নেমে পড়েন। মাঠেই তাঁকে দেখা যায় অনুশীলনের কমলা জার্সি টি শার্টের নীল অংশ দিয়ে ঢেকে দিতে। অনুশীলনের জার্সি খুলতেই ভুলে গিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: স্বেচ্ছায় পদত্যাগ করেনি কার্তিক, কেকেআরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ গম্ভীরের

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর ৮ ওভারেই স্কোরবোর্ডে ৪২ তুলতে না তুলতে ৪ উইকেট খুইয়ে ফেলে। ১১ ওভারে ব্যাটিং অর্ডারের অর্ধেক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক ইয়ন মর্গ্যান (৩৯) এবং প্যাট কামিন্স (৫৩) মিলে অবিচ্ছেদ্য ৮৭ রানের পার্টনারশিপ গড়ে যান। তাদের জুটিতেই ভর করে কেকেআর সম্মানজনক ১৪৮ পৌঁছায়।

সেই রান তাড়া করতে যখন নামছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি'কক, সেই সময়েই হঠাৎ প্রোটিয়াজ তারকাকে দেখা যায় ডাগ আউটের দিকে ছুটে যেতে। তবে সময় যেহেতু একটা ফ্যাক্টর, তাই পুরোপুরি জার্সি পরিবর্তন না করেই ডি'কক ম্যাচ জার্সি দিয়ে ট্রেনিংয়ের কমলা জার্সি ঢেকে রোহিতের সঙ্গে যোগ দেন।

রোহিত নিজের ওপেনিং পার্টনারের এমন অস্বস্তি দেখে হাসি চেপে রাখতে পারেননি। হাসিতে ফেটে পড়েন সর্বসমক্ষেই। জার্সি সমস্যার হলেও, ডিকককে ম্যাচে সমস্যায় ফেলতে পারেনি। কেকেআরের বিরুদ্ধে ডিককের ৪৪ বলে ৭৮ রানের ইনিংসে ভর করেই মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরের বিপক্ষে আট উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয়। ল

পরে সাংবাদিক সম্মেলনে জয়াবর্ধনে বলে যান, "অনুশীলনের প্যান্ট পড়ে কুইন্টনের মাঠে নামা ছাড়া সমস্ত কিছুই ঠিকঠাক ছিল।" মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে একটি ভিডিও পরে টুইটারে আপলোড করা হয়। সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কান কোচ ম্যাচের সেরা কুইন্টন ডিকককে বলছেন, "পরের বার এমন ভুল কোরো না। মার্কেটিংয়ের দায়িত্বে থাকা ছেলেদের তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। সমর্থকরাও হাসাহাসি করছে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians IPL
Advertisment