Advertisment

R Ashwin: স্কোরারের ভুলে বিরাট বিশ্বরেকর্ড হাতছাড়া! ক্রিকেট মাঠে ট্র্যাজেডির শিকার এবার অশ্বিন

R Ashwin Man of the Series Award Record: ক্রিকেট মাঠে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একের পর এক রেকর্ড গড়েছেন দক্ষিণী কিংবদন্তি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
West Indies, R Ashwin, ওয়েস্ট ইন্ডিজ, রবিচন্দ্রন অশ্বিন,

West Indies-R Ashwin: ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মঙ্গলবার, ১ অক্টোবর, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচ শেষে সিরিজ জয়ের ট্রফি নিচ্ছেন। (ছবি: এক্সপ্রেস/পিটিআই)

West Indies Man of the Series Award: বাংলাদেশ সিরিজেই ছাপিয়ে যেতেন কিংবদন্তি শ্রীলঙ্কান মুরালিধরনকে। গড়তেন সবচেয়ে বেশিবার টেস্ট ক্রিকেটে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার বিশ্বরেকর্ড। কিন্তু, অদ্ভুত এক কাণ্ড রবিচন্দ্রন অশ্বিনকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। সেই অদ্ভুত কাণ্ড হল- ওয়েস্ট ইন্ডিজ তাঁকে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার দিতেই ভুলে গেছে। আর, সেজন্যই বিশ্বরেকর্ড থেকেও এখনও বঞ্চিত ভারতীয় অলরাউন্ডার।

Advertisment

এই ভুলটা হয়েছে গতবছর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট আর বল, দুটোতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় অলরাউন্ডার। সেই জন্য তিনি এমওএস বা ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পুরস্কারটা দিতেই ভুলে যায়। শুধু তাই নয়, দোষ এড়াতে তারা যাবতীয় দায়ভার এক ভারতীয় এজেন্সির ওপর চাপিয়ে দেয়। 

মঙ্গলবারই ভারত কানপুরে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। এই সিরিজেও দুর্দান্ত খেলায় অশ্বিন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। এই নিয়ে তিনি ১১ বারের মত ম্যান অফ দ্য সিরিজ হয়ে কিংবদন্তি শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনকে স্পর্শ করলেন। ওয়েস্ট ইন্ডিজের পুরস্কারটা পেয়ে গেলে এবার অশ্বিনের ১২ বার ম্যান অফ দ্য সিরিজ হওয়া হয়ে যেত।  

গত বছর ওয়েস্ট ইন্ডিজে ভারত দুই ম্যাচের সিরিজ জিতেছিল। অশ্বিন ৫৬ রান করেছিলেন। সঙ্গে, ১৫ উইকেট নেন। সেই কারণেই তিনি ম্যান অফ দ্য সিরিজ হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু, পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর তাঁকে আর ওই পুরস্কার দেওয়া হয়নি। এই ব্যাপারে জানতে চাওয়া হলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, যাবতীয় দোষ ওই সিরিজের স্পনসরশিপ পরিচালনাকারী ভারতীয় সংস্থার। আর, ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছে, তারা কেবল সিরিজের বাণিজ্যিক দিকটা দেখেছে। ম্যান অফ দ্য সিরিজ, সিডব্লিউআই-এর ক্রিকেট অপারেশনস বিভাগের দেখার কথা। সেই ব্যাপারে তাদের কোনও ভূমিকাই নেই।

ম্যান অব দ্য সিরিজ পুরস্কার সাধারণত দুই বা ততোধিক ম্যাচের কোনও সিরিজে দেওয়া হয়। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজের ওই সিরিজ দুই ম্যাচের হলেও তা দেওয়া হয়নি। বিতরণী অনুষ্ঠানের সময় পুরস্কারটি দিতে ভুলে গেলেও পরে তা ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হবে বলেই অনেক ধরে নিয়েছিলেন। কিন্তু, সেটাও দেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। 

আরও পড়ুন- বাংলাদেশ ভুলে গিয়েছিল টেস্ট ম্যাচ হচ্ছে! শান্তদের অশান্ত করে চরম বাণী এবার গাভাসকারের

যদিও তাতে অশ্বিনের খুব বেশি যাবে-আসবে না। কারণ, অশ্বিনের সামনে ভবিষ্যতে মুরালিধরনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ আছে। মুরালিধরন তো ইতিমধ্যে খেলা ছেড়ে দিয়েছেন। তাছাড়া অশ্বিন ৩৯ টেস্ট সিরিজের মধ্যে ১১টিতে ম্যান অফ দ্য সিরিজ হলেন। আর, মুরালিধরন ৬১ টেস্ট সিরিজের মধ্যে ১১টিতে। ফলে, অশ্বিনই এগিয়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তির থেকে। 

West Indies Ravichandran Ashwin Indian Cricket Team Prize
Advertisment