Advertisment

Ravichandran Ashwin announces retirement: বাইশ গজ থেকে অবসর! কোহলি-রোহিত নন, গাব্বা টেস্টের পরেই টিম ইন্ডিয়াকে টাটা কিংবদন্তির

Ravichandran Ashwin retirement: গাব্বায় ভারতীয় দলের ড্রেসিংরুমের যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনকে প্রায় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেই সময়ই কোহলি তাঁর সঙ্গে আলিঙ্গন করেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs AUS: Team India point table after Perth test

Ravichandran Ashwin retirement: ব্রিসবেন টেস্ট ড্রয়ে সমাপ্ত হল। আর তারপরেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টে ড্রয়ের পর সিরিজ আপাতত ১-১। এমন অবস্থায় অশ্বিনের অবসর বেশ তাৎপর্যপূর্ণ। ব্রিসবেন না খেললেও এডিলেডে দিন রাতের পিঙ্ক বলের টেস্টে খেলেছিলেন তিনি। পঞ্চম দিন রুদ্ধশ্বাস মুহূর্তে বর্ষীয়ান স্পিনারকে দেখা গিয়েছিল চা পানের বিরতিতে কোহলির সঙ্গে লম্বা আলোচনা সারছেন। তারপরই কোহলিকে দেখা যায় তারকাকে আলিঙ্গন করতে। তখনই ছড়িয়েছিল জল্পনা।

Advertisment

ম্যাচের শেষে সেই খবর কনফার্ম করে অশ্বিন বলে দেন, "ভারতীয় ক্রিকেটার হিসাবে জাতীয় দলে এটাই আমার তিন ফরম্যাটে শেষ ম্যাচ। এখনও যদিও মনে হয়েছে অল্প লড়াই অবশিষ্ট রয়েছে। তবে এই মুহূর্তে... সেটা ক্লাব পর্যায়ের ক্রিকেটে প্রকাশ করতে চাই। যা বেশ মজার হবে। বলতেই হচ্ছে, রোহিত শর্মা সহ জাতীয় দলের বেশ কয়েকজনের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করেছি।"

অশ্বিন যখন বিদায়ী সাংবাদিক সম্মেলন করছে। সেই সময়ে পাশে বসে ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনিই জানিয়ে দেন, বৃহস্পতিবারই দেশে ফিরে যাবেন তিনি। যাইহোক, ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের ইতি পড়ল ব্রিসবেনে।

আরও পড়ুন: বৃষ্টি হচ্ছে না, তবু বন্ধ ব্রিসবেন টেস্ট, আসল কারণ ফাঁস অবশেষে

Advertisment

কেরিয়ার খতম করলেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে। ১০৬ টেস্টে তাঁর নামের পাশে ৫৩৭ উইকেট। ৩৮ বছরের কিংবদন্তি ৩৭ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। যে তালিকায় একমাত্র এগিয়ে রয়েছেন মুথাইয়া মুরলিধরণ (৬৭ বার)।

২০১১-য় বিশ্বকাপ এবং ২০১৩-য় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য হয়েছেন। ২০১০-এ অভিষেকের পর অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৮৭ ম্যাচ। সব ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৭৬৫টি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি রয়েছেন দুই নম্বরে- অনিল কুম্বলের পর (৯৫৬)। সমস্ত দেশের হিসেবে তাঁর স্থান ১১তম।

ভারত দুইবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছে। এবারেও ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে রয়েছে। আর তিন সিজন ধরেই ভারতের অন্যতম সেরা বোলিং অস্ত্র হিসাবে আবির্ভাব ঘটেছে অশ্বিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে অশ্বিন প্ৰথম বোলার হিসাবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন। ৪১ ম্যাচে ১৯৫ উইকেট সমেত তিনি এই তালিকায় শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন নাথান লিয়ন (১৯০)।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও অশ্বিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। আইপিএলে গত নিলামেই তাঁকে কিনে নিয়েছে সিএসকে, ৯.৭৫ কোটি টাকার বিনিময়ে।

Team-India Team India Indian Team Ravichandran Ashwin Test cricket Indian Cricket Team Team India
Advertisment