Advertisment

R Ashwin-Virat Kohli: আর দেখা যাবে না বাইশ গজে, শেষ আলিঙ্গন অশ্বিন-কোহলির

India vs Australia 3rd Test: এডিলেডে দিন রাতের টেস্টে শেষ খেলতে দেখা গিয়েছিল অশ্বিনকে। তবে তিনি ব্রিসবেন টেস্টে সুযোগ পাননি। সিডনি, মেলবোর্নে ভারত শেষ দুই ম্যাচ খেলবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
R Ashwin retirement rumour

R Ashwin retirement rumour: অবসরের ইঙ্গিত অশ্বিনের (টুইটার)

Retirement Rumours Spark: গাব্বা টেস্টের সমাপ্তিতে আবেগপ্রবণ হয়ে উঠল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলিঙ্গন করলেন বিরাট কোহলি। যাতে অশ্বিনের অবসর নিয়ে জল্পনা ছড়াল। এডিলেডে দ্বিতীয় টেস্ট খেললেন অশ্বিনকে গাব্বার রিজার্ভে রাখা হয়েছিল। পার্থে প্রথম টেস্টেও তিনি প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। ওই টেস্ট ভারত জিতেছে।

Advertisment

গাব্বায় ভারতীয় দলের ড্রেসিংরুমের যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনকে প্রায় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেই সময়ই কোহলি তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। এই ম্যাচে পঞ্চম দিনে এই আলিঙ্গনের সময় ভারতীয় দলের খেলোয়াড়রা বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। তখনই ড্রেসিংরুমের দৃশ্যগুলো অশ্বিনের অবসরের জল্পনাকে উসকে দেয়।

এমনকী ওই সব দৃশ্য দেখে সুনীল গাভাসকার, ম্যাথিউ হেডেন ও মার্ক নিকোলাসও ধরে নেন যে, অশ্বিন শীঘ্রই অবসর নিতে পারেন। এডিলেডে অশ্বিন একটি উইকেট নিয়েছেন। দুই ইনিংসে ২২ এবং ৭ রান করেছেন। রবীন্দ্র জাদেজা গাব্বায় বোলিংয়ে তেমন সাফল্য না পেলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর, ওয়াশিংটন সুন্দর পার্থ টেস্টে খেলেছেন। তবে অশ্বিন ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সফল বোলার।

Advertisment

আরও পড়ুন: বৃষ্টি হচ্ছে না, তবু বন্ধ ব্রিসবেন টেস্ট, আসল কারণ ফাঁস অবশেষে

হোম ম্যাচের পাশাপাশি তিনি এশিয়ার বাইরেও সাফল্য পেয়েছেন। ইতিমধ্যে জাদেজাও উঠে এসেছেন। তারকা অলরাউন্ডার হিসেবে বিদেশের মাটিতে দাগ কেটেছেন। এই সিরিজ কোহলি, অশ্বিন, জাদেজা এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তার মধ্যে কোহলি পার্থ টেস্টে সেঞ্চুরি করেছেন।

আর, জাদেজা ব্রিসবেনে অর্ধশতকের পাশাপাশি দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করেছেন। কিন্তু, হোম সিরিজে নিউজিল্যান্ডের কাছে ভারতের অপমানজনক ৩-০ হারের পর ওই খেলোয়াড়দের নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

চলতি সিরিজে ভারতের সামনে আরও দুটি টেস্ট ম্যাচ বাকি। সিরিজে আপাতত সমতা ১-১ রয়েছে। চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে। ফাইনাল টেস্ট হবে সিডনিতে জানুয়ারি মাসে।

Ravichandran Ashwin Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment