Advertisment

Sunil Gavaskar on R Ashwin’s sudden retirement: সিরিজের মাঝপথে অশ্বিনের অবসর 'অস্বাভাবিক'! বড়সড় সন্দেহের জল্পনা উস্কে বোমা গাভাসকারের

Gavaskar on Ashwin Retirement: হঠাৎ করেই কেন অবসর নিলেন অশ্বিন। সিরিজ শেষ হওয়া পর্যন্ত কেন নয় অপেক্ষা। প্রশ্ন তুললেন এবার সুনীল গাভাসকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sunil Gavaskar  R Ashwin's Mid-Series Retirement During IND vs AUS

Sunil Gavaskar R Ashwin's Mid-Series Retirement During IND vs AUS: অশ্বিনের সিদ্ধান্তে খুশি নন গাভাসকার (গম্ভীর এবং আরসিবি টুইটার)

Sunil Gavaskar Criticizes R Ashwin's Mid-Series Retirement During IND vs AUS: অবসর ঘোষণার পর শুভেচ্ছার বার্তায় ভেসে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তাঁর অবসর ঘোষণার টাইমিংয়ে মোটেও সন্তুষ্ট নন স্বয়ং সুনীল গাভাসকার।

Advertisment

সম্প্রচারকারী চ্যানেলে সুনীল গাভাসকার নিজের মতামত প্রকাশ করে বলেন, "ও বলতেই পারত, শোনো, সিরিজ শেষ হওয়ার পরে আমি ভারতের হয়ে খেলার জন্য আর উপলব্ধ থাকব না। এর ফলে যা হয়, ঠিক যেমন ২০১৪-১৫ সিরিজের তৃতীয় টেস্টের শেষে ধোনি অবসর নিয়েছিল, এতে দল একজন ক্রিকেটার কমে গেল স্কোয়াড থেকে। নির্বাচন কমিটি একটা গুরুত্বপূর্ণ সফরের জন্য অনেক ক্রিকেটারকে বিশেষ উদ্দেশ্যে বেছে নেয়। যদি কোনও চোট-আঘাতের ঘটনা হয়, তাহলে তাঁরা স্কোয়াডের মধ্যে রিজার্ভ তারকাদের মধ্যে নির্বাচন করে।"

আরও পড়ুন: ৪র্থ দিনে মনে হয়, ৫ম দিনেই অবসর নিই! চেন্নাইয়ে ফিরেই মুখ খুললেন অশ্বিন

"তাছাড়া সিডনি এমন একটি ভেন্যু যেখানে স্পিনারদের জন্য অনেক সাহায্য থাকে। তাই ভারত দুইজন স্পিনার নিয়ে খেলতে পারে ওখানে। হয়ত অশ্বিন দুজন স্পিনারের একজন হতেই পারত! জানি না মেলবোর্নের পিচ কেমন হবে। সাধারণত, সিরিজের শেষে এই ধরণের সিদ্ধান্ত বিবেচনা করা হয়। সিরিজের মাঝখানে বিষয়টা অস্বাভাবিক। সাধারণত, এসব ঘোষণার ক্ষেত্রে সিরিজের শেষে সবাই ঘোষণা করে। এটা একদম মাঝামাঝি। মোটেও স্বাভাবিক লাগছে না।"

Advertisment

বুধবার গাব্বা টেস্টে ড্র ঘোষিত হওয়ার ঠিক পরেই অশ্বিন সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দেন, তিনি অবসর নিচ্ছেন। পাশে বসে থাকা রোহিত শর্মাও জানিয়ে দেন, বৃহস্পতিবারই দেশে ফিরবেন মহাতারকা স্পিনার। চতুর্থ এবং পঞ্চম টেস্টেও থাকবেন না তিনি।

সিরিজ আপাতত ১-১ ফলাফলে অমীমাংসিত। পারথে প্ৰথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করার পর দ্বিতীয় টেস্টেই নাকানিচোবানি খেয়ে ১০ উইকেটে হার হজম করেছে। গাব্বায় তৃতীয় টেস্টে আবহাওয়া বাধ সাধায় ড্রয়ে খেলা পর্যবসিত হয়েছে।

Team India Team-India Border-Gavaskar Trophy Ravichandran Ashwin Sunil Gavaskar Indian Team Team India Indian Cricket Team India Cricket Team
Advertisment