Advertisment

Anvay Dravid, Rahul Dravid's Son, Smashes Century in Vijay Merchant Trophy: বাপ কা বেটা! বাবার মতই অবিশ্বাস্য শতরান দ্রাবিড় পুত্র অন্বয়ের, চার-ছক্কার আগুনে সেঁকলেন ঝাড়খন্ডকে

Vijay Merchant Trophy: রাহুল দ্রাবিড়ের বড় ছেলেও ভালো ক্রিকেট খেলেন। দুই ছেলেই ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বিরাট প্রতিভার সাক্ষ্য রেখেছেন। রাহুল নিজে দেশের সফল কোচদের অন্যতম।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rahul Dravid, Son, রাহুল দ্রাবিড়, ছেলে

Rahul Dravid's son: রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় শুক্রবার কর্ণাটকের হয়ে তাঁর প্রথম বিজয় মার্চেন্ট ট্রফিতে সেঞ্চুরি করলেন। (ছবি- ইনস্টাগ্রাম/ফাইল)

Rahul Dravid’s Son Anvay Hits Match-Winning Hundred in Vijay Merchant Trophy: বিজয় মার্চেন্ট ট্রফিতে কর্ণাটকের হয়ে সেঞ্চুরি করলেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। তাঁর বাবা রাহুল দ্রাবিড় ও বড় ভাই সমিতের পদাঙ্ক অনুসরণ করে, অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে শুক্রবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। মুলাপাডুর ডিভিআর মাঠে জুনিয়র দ্রাবিড়ের ব্যাটিং কর্ণাটককে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছে। ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন অন্বয়। ব্যাটিং করতে ৪ নম্বরে নেমেছিলেন। ১৫৩ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে তিনি শতরান করে অপরাজিত থাকেন। ঝাড়খণ্ডের ৩৮৭ রানের জবাবে কর্ণাটক শুরু থেকেই দুর্দান্ত খেলেছে। ওপেনার আর্য গৌড়া ও অধিনায়ক ধ্রুব কৃষ্ণান ২২৯ রানের জুটি গড়েছেন। তাঁরা দু'জনেই সেঞ্চুরি করেছেন।

Advertisment

ঝাড়খণ্ডের বিরুদ্ধে এই ম্যাচ, গত সপ্তাহে শুরু হওয়া বিজয় মার্চেন্ট ট্রফিতে অন্বয়ের তৃতীয় ইনিংস। একটি অর্ধশতক-সহ আগের দুটি ইনিংস মিলিয়ে তিনি মোট ৭৫ রান করেছেন। গত বছর অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক টুর্নামেন্টে কর্ণাটকের অধিনায়ক মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে। ২০২০ সালে তিনি বিটিআর শিল্ডে অনূর্ধ্ব-১৪ বিভাগে গ্রুপ ১-এর সেমিফাইনালে একটি দুর্দান্ত অর্ধশতক করেছিলেন। যা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ওই ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি অন্বয়।

অন্বয়ের বড় ভাই সমিত, কর্ণাটকের হয়ে কয়েক বছর ধরেই খেলছেন। সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে সমিতকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়েছিল। সমিত অবশ্য হাঁটুর চোটের কারণে পুরো সিরিজে খেলতে পারেননি। সম্প্রতি তিনি ১৯ বছরে পড়েছেন। যার ফলে, ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমিতের খেলা হবে না।

আরও পড়ুন- শচীন আমার জন্য সবকিছু করেছে, অপারেশনের টাকাও দিয়েছে! 'ঈশ্বর'কে নিয়ে মুখ খুললেন কাম্বলি

Advertisment

তবে, সমিত রান এবং উইকেটের মধ্যেই রয়েছেন। এই বছরের শুরুর দিকে কোচবিহার ট্রফিতে, কর্ণাটকের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৮ ম্যাচে ৩৬২ রান করেছিলেন। নিয়েছিলেন ১৬ উইকেট। সমিত আগস্টে মহারাজা ট্রফিতে মাইসুরু ওয়ারিয়ার্সের হয়েও খেলেছেন। 

cricket Rahul Dravid karnataka jharkhand Cricket News son Vijay Merchant Trophy
Advertisment