Vinod Kambli Finally Speaks Out on Sachin Tendulkar Controversy: শচীনকে নিয়ে নীরবতা ভাঙলেন তাঁর বাল্যবন্ধু তথা ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তিনি অতীতে অভিযোগ করেছিলেন যে, শচীন বিপদের সময় তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি যখন এই অভিযোগ করেছিলেন, সেটা ছিল ২০০৯ সাল। এক টিভি রিয়েলিটি শো-এ কাম্বলি ওই মন্তব্য করেছিলেন। কাম্বলি শুধু শচীনের বাল্যবন্ধুই নন। তিনি শচীনের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করেছেন। দু'জন্মসূত্রে মরাঠি। মুম্বইয়েরই বাসিন্দা এবং মুম্বই ক্রিকেট টিম ও ভারতীয় জাতীয় দলে একইসঙ্গে খেলেছেন।
রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উন্মোচনের সময় শচীন এবং কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তার কয়েক দিন পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁর বাল্যবন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সেসব নিয়ে সাম্প্রতিক সময়ে জল্পনা কম ছড়ায়নি। কাম্বলি জানিয়েছিলেন, টেন্ডুলকারের সঙ্গে তাঁর সম্পর্কটা একদম অন্যরকম ছিল। দু'জনে একসঙ্গে স্কুল ক্রিকেটে খেলেছেন। পরে মুম্বই টিম এবং ভারতীয় ক্রিকেট দলেও তাঁরা একসঙ্গে খেলেছেন। ১৯৯৮ সালে শারদাশ্রম বিদ্যামন্দির স্কুলের হয়ে খেলার সময়, এই জুটি হ্যারিস শিল্ড ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তাঁরা ৬৬৪ রানের জুটি গড়েছিলেন। কাম্বলি এবং শচীন, দু'জনেই ৩০০ করে রান করেছিলেন।
দুই ক্রিকেটারের সম্পর্ক ২০০৯ সালে খারাপ হয়। সেই সময় কাম্বলি একটি রিয়েলিটি টিভি শোতে উপস্থিত হয়েছিলেন। সেই সময় কাম্বলি দাবি করেছিলেন যে, শচীন তাঁকে সাহায্য করার জন্য আরও কিছু করতে পারতেন, কিন্তু করেননি। ১৫ বছর পরে, ফের সেনিয়ে মুখ খুললেন কাম্বলি। এই বিষয়ে তাঁর নীরবতা ভেঙে কাম্বলি জানালেন, শচীন ২০১৩ সালে তাঁর দুটো অস্ত্রোপচারের জন্য অর্থ দিয়েছিলেন। পাশাপাশি, নানাভাবে তাঁকে সাহায্যও করেছেন। তারপরও তিনি শচীনের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, সেটা হতাশার ফল বলেই দাবি করেছেন কাম্বলি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, 'আমরা ক্রিকেটার। আমরা আঘাত পাই। আমরা যখন আউট হই, তখন মনে কষ্ট পাই। শচীন আমার জন্য অনেক কিছু করেছিল। আমার ২০১৩ সালে দুটো অপারেশন হয়েছিল। শচীন তখন আমাকে আর্থিকভাবে সাহায্য করেছিল। শচীন আমাকে দেখিয়েছিল, কীভাবে খেলতে হয়। আমি ৯ বার দল থেকে বেরিয়ে গিয়ে প্রত্যাবর্তনও করেছি।' ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে কাম্বলি একথা বলেছেন। তিনি বলেছেন, 'সেই সময়ে, আমার মাথায় এটা এসেছিল যে শচীন আমাকে কোনও সাহায্য করেনি। আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম। আমি ওঁকে ফোন করেছিলাম। ছোটবেলার বন্ধু, সাহায্যের হাত বাড়িয়ে তখন এগিয়ে এসেছিল।'
আরও পড়ুন- দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য
কাম্বলি বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ১৯৯১ সালে একদিনের ক্রিকেটে এবং ১৯৯৪ সালে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে কাম্বলির অভিষেক করেন। কাম্বলি প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছিলেন। ভারতের হয়ে তাঁর শেষ টেস্ট খেলেছিলেন ১৯৯৬ সালে। তাঁর শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০০০ সালে। কাম্বলি ভারতের হয়ে ১৭টি টেস্ট খেলে ১০৮৪ রান করেছেন। টেস্টে তাঁর রানের গড় ৫৪.২০। টেস্টে তিনি ৪টি সেঞ্চুরি করেছেন। কাম্বলি ১০৪টি একদিনের ম্যাচ খেলেছেন। রান করেছেন ২,৪৭৭। একদিনের ম্যাচে তাঁর গড় রান ৩২.৫৯।'