Samit Dravid Eligibility: কয়েকদিন আগেই বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটির তরফে দ্রাবিড় পুত্র সমিতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছিল। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া যুব দলের সিরিজে খেলছেন সমিত দ্রাবিড়। তবে আইসিসির বয়স ভিত্তিক নিয়ম নীতির কারণে ২০২৬-এ পরবর্তী অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে সমিত টিম ইন্ডিয়ার হয়ে অংশ নিতে পারবেন না।
ভারতীয় জুনিয়র দলের হয়ে ৫০ ওভারের এবং দুটো যুব পর্যায়ের টেস্টের স্কোয়াডে সমিতকে রাখা হয়েছে। তবে ওয়ানডে ম্যাচে সমিত খেলতে পারেননি ইনজুরির কারণে। সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে মহাতারকা-পুত্র এনসিএ-তে রিহ্যাব সারছেন। সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে সমিত ফিট না হয়ে উঠতে পারলে, অনুর্ধ্ব-১৯ পর্যায়ে আবার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়বে তাঁর কাছে।
আরও পড়ুন: হোটেল কর্মীর সঙ্গে ছোটলোকের মত ব্যবহার! কোহলির কীর্তিতে ছিঃছিঃকার কানপুরে, দেখুন বিস্ফোরক ভিডিও
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সমিত বয়সসীমা পেরিয়ে যাওয়ার জন্য অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না টিম ইন্ডিয়ার হয়ে। আইসিসির নিয়ম বলছে, একজন খেলোয়াড় আইসিসি U19 CWC বা ICC U19 T20 WC-তে জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার যোগ্য হবেন যদি তাঁর বয়স ১৯ বছর বা তার-ও কম হয়। যে বছর বিশ্বকাপ আয়োজিত হবে, সেই বছরের প্রথম ম্যাচ খেলার দিন বয়স অবশ্যই ১৯ বছর বা তার কম হতে হবে।
মোদ্দা কথা হল ইভেন্টের ঠিক আগের ৩১শে অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তারিখ বদলের সময়ের আগে বয়স ধার্য হবে। এই নিয়মেই ২০২৫-এ যুব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ৩১ অগাস্ট (২০২৫) তারিখে বয়স ১৯ বা তার কম হতে হবে। তবে সমিত চলতি ২০২৪-এর অক্টোবরেই ১৯-এ পা দিচ্ছে। সেই হিসাবে যুব বিশ্বকাপের কাট অফ ডেট পেরিয়ে যাচ্ছেন তিনি।
READ THE FULL ARTICLE IN ENGLISH