Rahul Vaidya on Virat Kohli: অবশেষে মুখ খুললেন রাহুল, বললেন - বিরাটকে 'জোকার' বলেছিলাম কারণ...

Rahul Vaidya Instagram: কয়েকদিন আগে বলিউড গায়ক রাহুল বৈদ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি বিরাট কোহলি এবং তাঁর সমর্থকদের 'জোকার' বলে উল্লেখ করেন। কোহলি সমর্থকরা এই পোস্টটা একেবারেই ভালভাবে গ্রহণ করতে পারেননি।

Rahul Vaidya Instagram: কয়েকদিন আগে বলিউড গায়ক রাহুল বৈদ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি বিরাট কোহলি এবং তাঁর সমর্থকদের 'জোকার' বলে উল্লেখ করেন। কোহলি সমর্থকরা এই পোস্টটা একেবারেই ভালভাবে গ্রহণ করতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Rahul Vaidya

বিরাট কোহলি এবং রাহুল বৈদ্য

Rahul Vaidya Virat Kohli Controversy: কয়েকদিন আগে বলিউড গায়ক রাহুল বৈদ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি বিরাট কোহলি এবং তাঁর সমর্থকদের 'জোকার' বলে উল্লেখ করেন। কোহলি সমর্থকরা এই পোস্টটা একেবারেই ভালভাবে গ্রহণ করতে পারেননি। রাহুলের পাশাপাশি তাঁর পরিবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এটা দেখে ওই গায়ক আরও রেগে যান। ইতিপূর্বে, গত বছর রাহুল অভিযোগ করেছিলেন, বিরাট কোহলি নাকি ইনস্টাগ্রামে তাঁকে ব্লক করে দিয়েছেন। এবার গোটা বিষয়টা নিয়ে তিনি খুল্লমখুল্লা আলোচনা করেন। কী হয়েছে গোটা ঘটনাটি, সেই সত্যিটাও তুলে ধরেন।

বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে কী বললেন রাহুল বৈদ্য?

Advertisment

সম্প্রতি রাহুল বৈদ্য একটি ইন্টারভিউ দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, জোকার কথাটা তিনি বিরাট কোহলিকে নয়, শুধুমাত্র তাঁর সমর্থকদেরই বলেছিলেন। আর সংবাদমাধ্যমে সেটা নিয়ে খবর হয়ে যায়। আর সেইসঙ্গে এই ইনস্টা স্টোরিটা ভাইরাল হয়ে যায়। রাহুল বৈদ্য বলেন, বিরাট কোহলি সমর্থকরা আমাকে গালাগালি দিতে শুরু করে। যা নয় তাই বলতে শুরু করে। সেখানেই আমি প্রতিক্রিয়া দিয়েছিলাম। কিন্তু, ব্যাপারটা আরও বড় হয়ে যায়। 

Virat Kohli News in Bengali: বিরাটের পাল্টা জবাব দিলেন রাসেল! বললেন, 'তুমি তো মোটা মাইনে পাও...'

নিজেকে বিরাট কোহলি সমর্থক বলে দাবি করলেন রাহুল বৈদ্য

Advertisment

এই ইন্টারভিউয়ে রাহুল বৈদ্য আরও বলেছেন, 'আমি নিজে বিরাট কোহলির একজন বড় ভক্ত। আমি ইনস্টাগ্রামে বিরাট কোহলির প্রোফাইল দেখতে পাইনি। সেকারণেই ভেবেছিলাম যে ও বোধহয় আমাকে ব্লক করে দিয়েছে।' সম্প্রতি বিরাট কোহলি নিজে একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি জানান যে টেলিভিশন অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে লাইক পড়ে গিয়েছে। এই ব্যাপারে রাহুল বৈদ্য বলেছিলেন, যেভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ছবিতে লাইক পড়ে গিয়েছে, তেমনই হয়ত ভুলবশত আমাকেও ব্লক করে দিয়েছে।

Virat Kohli FIR: বিরাটের বিরুদ্ধে দায়ের অভিযোগ! গ্রেফতার করা হবে কিং কোহলিকে?

বিরাটের কাছে ক্ষমাপ্রার্থী রাহুল বৈদ্য!

সেইসঙ্গে রাহুল বৈদ্য আরও যোগ করেছেন, গোটা বিষয়টার জন্য তিনি বিরাটের কাছে ক্ষমা চাইতে চান। সেকারণে বিরাটকে ডিএম করার পরিকল্পনাও করছেন তিনি। জানিয়েছেন, গোটা ঘটনাটির জন্য আমি যথেষ্ট অনুতপ্ত।

Virat Kohli Rahul Vaidya