প্রথম টেস্ট খেলতে নামার আগে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বেসরকারি তিন দিনের টেস্টের প্রথম দিনেই বৃষ্টির থাবা। বল গড়ানোর আগেই প্রথম দিন ভেস্তে গেল খেলা। এমনকি টস করাও সম্ভব হয়নি। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামে পিভিজি রাজু স্পোর্টস কমপ্লেক্সের মাঠে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। তবে কয়েকদিন ধরেই আবহাওয়া বিরূপ। টানা বৃষ্টি শুরু হয়েছিল সকাল থেকেই। তাই ম্যাচ শুরুর সময়েই প্রথমদিনের খেলা বাতিল করে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্টের হয়ে খেলতে দেখা যাবে মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, উমেশ যাদবদের। টেস্টে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে এই প্রস্তুতি টেস্টের গুরুত্ব অপরিসীম। রোহিত শর্মা বহুদিন পরে টেস্টে ওপেন করতে নামবেন প্রোটিয়াজদের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে খেলার সুযোগ জোটেনি হিটম্যানের। তবে লোকেশ রাহুলের অফ ফর্ম রোহিতকে সরাসরি ওপেনিং স্লটে জায়গা খুলে দিয়েছে।
তাই দক্ষিণ আফ্রিকা বোলিং সামলানোর আদর্শ প্র্যাকটিস হতে পারত তিনদিনের প্রস্তুতি ম্যাচেই। পাশাপাশি, টেস্ট সিরিজে জসপ্রীত বুমরা পিঠের চোটে ছিটকে যাওয়ার পরে স্কোয়াডে পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। তিনিও প্রোটিয়াজদের বিরুদ্ধে মহড়া নিয়ে তৈরি থাকতে পারতেন। বৃষ্টির জন্য রোহিত শর্মা বা উমেশ যাদব কারোরই 'অনুশীলন' পর্ব সারা হল না।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাকি দু-দিনেও খেলা হওয়ার সম্ভবনা কম। কারণ, আবহাওয়ার উন্নতির কোনও সুযোগই নেই। এসব সরিয়ে দ্বিতীয় দিনে আবহাওয়া সদয় হয় কিনা, সেটাই দেখার।
বোর্ড প্রেসিডেন্ট একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, প্রিয়ঙ্ক পাঞ্চাল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, সিদ্ধেশ লাড, শ্রীকাৎ ভরত, জলজ সাক্সেনা, জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, অবেশ খান, ঈশান পোড়েল
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডুপ্লেসিস, তেম্বা বাভুমা, থেউনিস ডে ব্রুইন, কুইন্টন ডিকক, ডিন এলগার, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মহারাজ, সেনুরান মুতুস্বামী, লুঙ্গি এনগিডি, আনরিচ নর্ৎজে, ভার্নন ফিলান্ডার, ডেন পিয়েত, কাগিসো রাবাদা, জুবেইর হামজা
Read the full live article in ENGLISH