Advertisment

Suresh Raina on next leader issue: টিম ইন্ডিয়ার পরবর্তী নেতা কে, ভালোই জানেন রোহিত! চাঞ্চল্যকর মন্তব্য রায়নার

Raina on Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি খেলাগুলো হবে পাকিস্তানের তিনটি জায়গায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India playing 11 prediction against South Africa

Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)

Raina on Champions Trophy: রোহিত শর্মার পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। এমনটাই দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভমান গিলকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সেই প্রসঙ্গে রায়না বলেন, 'রোহিত শর্মা ভালোভাবেই জানেন যে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন! রোহিতের এখন দায়িত্ব, গিল কেমন নেতৃত্ব দেন, সেটার ওপর নজর রাখা। অনেকটা ঠিক তাঁর জমানায় বিরাট কোহলির মতই।'

Advertisment

রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রায়না বলেন, 'আমি মনে করি শুভমান গিলই ভারতের পরবর্তী সুপারস্টার। ও একদিনের দলের হয়ে অসাধারণ ভালো করেছে। যখন কোনও একজন তরুণকে এত সুযোগ দেওয়া হয়, তাঁকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়ক করা হয়, তখন বোঝা যায় যে তাঁর জীবনে বিরাট সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মাও নিশ্চিতভাবে জানেন যে পরবর্তী অধিনায়ক কে হতে যাচ্ছেন।'

রায়না বলেন, 'গিল আমার দেখা সেরা অধিনায়কদের একজন। বিশেষ করে আইপিএলে গুজরাট দলকে ও যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা দেখার পর আমি উচ্ছ্বসিত। গত ১২-১৬ মাসে ও যেভাবে পারফর্ম করেছে, তা ওঁকে পরবর্তী অধিনায়ক বাছাই করার সিদ্ধান্তেই সিলমোহর দিচ্ছে। আর, সেই কারণেই রোহিত ওঁর সঙ্গে ওপেন করবে। এটা নির্বাচকদের এবং রোহিত শর্মার নিজেরও এক দুর্দান্ত পদক্ষেপ। রোহিত লক্ষ্য করছেন যে গিল কীভাবে নেতৃত্ব দেয়, অনেকটা বিরাট কোহলির মতই। গিল দুর্দান্ত খেলে। গোটা দলকে হাতের তালুর মত চেনে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। ক্রিকেট সম্পর্কে ওঁর ভাবনাচিন্তা অসাধারণ। আর, সেই কারণেই বলতে হয় যে এটা নির্বাচকদের এবং রোহিতের অত্যন্ত ভালো একটা পদক্ষেপ।'

শনিবার, বিসিসিআই দুবাইয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রোহিত আরও একটি ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন। ওই টুর্নামেন্টে গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হাইব্রিড মডেলে হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি খেলাগুলি হবে পাকিস্তানের তিনটি জায়গায়। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। আটদলীয় টুর্নামেন্টে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচেও খেলবে টিম ইন্ডিয়া।

Advertisment

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজ বাদ কেন? প্রশ্ন তুলে দিলেন সিধু

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভালের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শেষ পর্যন্ত হেরে যায়, 'মেন ইন ব্লু'। এর আগে ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। পাশাপাশি, ২০০২ সালেও এই শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। তবে, সেটা শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে। কারণ, বৃষ্টিতে ওই ম্যাচ ভেস্তে গিয়েছিল।

cricket Virat Kohli Suresh Raina Champions Trophy Rohit Sharma Cricket News Shubman Gill
Advertisment