Advertisment

রাজস্থান রয়্যালসের নতুন হেড কোচ অস্ট্রেলিয়ান ম্যাকডোনাল্ড

আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডোনাল্ডসের। ২০০৯-এর মরশুমে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে অংশ নিয়েছিলেন আইপিএলে। তারপরে ২০১২-১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Andrew McDonald

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবার রাজস্থানের দায়িত্বে (টুইটার)

নতুন মরশুমে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে নিয়ে আসা হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অ্যান্ড্রু ব্যারি ম্যাকডোনাল্ডকে। সোমবারেই রাজস্থানের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল এই ঘটনা। তিন বছরের চুক্তিতে ম্যাকডোনাল্ডকে আনল রাজস্থান। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার কোচ হিসেবে যথেষ্ট সফল। লেসেস্টারশায়ার, ভিক্টোরিয়া এবং মেলবোর্ন রেনেগেডস দলের দায়িত্ব সামলেছেন। ৩৮ বছরের এই ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে চারটে টেস্ট খেলেছেন। প্রথম বছরে সিনিয়র দলের দায়িত্ব নিয়েই শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন। এই বছরেই আবার মেলবোর্ন রেনেগেডসের কোচ হিসেবে জিতেছেন বিগ ব্যাশ লিগ।

Advertisment

ঘটনাচক্রে, আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডোনাল্ডসের। ২০০৯-এর মরশুমে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে অংশ নিয়েছিলেন আইপিএলে। তারপরে ২০১২-১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন। পরে আরসিবির বোলিং কোচও হয়েছিলেন তিনি।

আরও পড়ুন আইপিএলের উইন্ডো বাড়ছে পরের মরশুমে, প্রস্তাব শীঘ্রই

আইপিএলের অন্যতম নামী দলে কোচ হওয়ার পরে অ্যান্ড্রু জানিয়েছেন, "রাজস্থান পরিবারে যোগদান করতে পেরে ভাল লাগছে। এই দায়িত্ব আমার কাছে দারুণ সম্মানের। রাজস্থান রয়্যালস তারুণ্য নির্ভর একটা দল। এমন দলে কোচিং করা যথেষ্ট চ্যালেঞ্জিং। বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগে বিশ্বমানের ক্রিকেটার, কোচেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।"

রাজস্থান রয়্যালসের ক্রিকেট কর্তা জুবিন ভারুচা জানিয়েছেন, "দীর্ঘকালীন মেয়াদে অ্যান্ড্রুকে বাছাইয়ের অন্যতম কারণ হল ওঁর কোচ হিসেবে পরিকল্পনায় উদ্ভাবন করার ঘটনা। বিশ্বের অন্য লিগেও সফলভাবে কোচিং করিয়ে এসেছে। আধুনিক ক্রিকেটের সমস্ত রকমের খুটিনাটি বিষয়ে নখদর্পণে ওঁর।" রাজস্থান রয়্যালসের অন্য কর্তা রঞ্জিৎ বারঠাকুর জানিয়েছেন, "অ্যান্ড্রুকে কোচ হিসেবে পেয়ে আমাদের দারুণ লাগছে। রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখে এবং নতুন প্রতিভা তুলে আনার পন্থী, সেই থিওরিতেই বিশ্বাস করেন অ্যান্ড্রু।"

Read the full article in ENGLISH

IPL Rajasthan Royals
Advertisment