Advertisment

ভয়াবহ দুর্ঘটনার শিকার রাজস্থান রয়্যালস তারকা, হাসপাতালে ভর্তি ক্রিকেটার

রবিবার রাতেই প্রাণসংশয় হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের তারকা ক্রিকেটারের। মুখোমুখি সংঘর্ষে ওশানে থমাসের গাড়ি উলটেও যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan Royals

টিম রাজস্থান রয়্যাসস (টুইটার)

কিছুদিন আগেই নিলামে রীতিমতো টাকা খরচা করে কেনা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওশানে থমাসকে। অলরাউন্ডার এই তারকাকে নিয়েই এবার দুঃশ্চিন্তা শুরু হয়ে গেল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে। জামাইকার হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় রীতিমতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। একাধিক জায়গায় চোট লেগেছে তাঁর।

Advertisment

প্রচারমাধ্যমে জানানো হয়েছে, রবিবার রাতেই প্রাণসংশয় হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের তারকা ক্রিকেটারের। মুখোমুখি সংঘর্ষে ওশানে থমাসের গাড়ি উলটেও যায়। তবে স্থানীয় প্রচারমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ২৩ বছরের ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে জ্ঞান ছিল তাঁর।

Oshane Thomas ওশানে থমাস রাজস্থান রয়্যালসের জার্সিতে (আইপিএল টি২০)

আরও পড়ুন একবার নয়, দু-বার বিয়ে করেছিলেন এই সাত ক্রিকেটার

দুর্ভাগ্যজনক ঘটনার পরে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকা ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী আধিকারিকরা ওশানের প্রতি সহানুভূতি ব্যক্ত করছে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।"

পাশাপাশি ক্যারিবিয়ান জাতীয় দলের প্রাক্তন স্পিডস্টার টিনো বেস্টও টুইটারে লিখেছেন, "শুনে ভাল লাগছে ওশানে ভাল রয়েছে। ধন্যবাদ।"

আরও পড়ুন অপহরণ করা হয়েছিলেন অশ্বিনকে, আঙুলও কেটে ফেলা হত!

গত মাসে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। পাশাপাশি আইপিএলে খেলার জন্য দ্রুত ভারতে আসার কথা তাঁর। নিলামে ওশানে থমাসের বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতে কিনেছিল রাজস্থান রয়্যালস। আগের মরশুমে চার ম্যাচ খেলে ৫টি উইকেটও দখল করেছিলেন তিনি।

এবারে জোফ্রা আর্চার রাজস্থানের জার্সিতে খেলা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। এর মধ্যেই ওশানে থমাসকে নিয়ে দুঃশ্চিন্তা আছড়ে পড়ল রাজস্থান শিবিরে। তিনি আইপিএলে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে বিশদে কিছু জানানো হয়নি।

Read the full article in ENGLISH

Rajasthan Royals West Indies
Advertisment