Advertisment

সহ্যের সীমা ছাড়িয়েছে! তাই জয়পুর ছাড়ছে রাজস্থান, বড় ঘোষণা শীঘ্রই

সেই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, প্রত্যেক আইপিএলেই ফ্র্যাঞ্চাইজি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থার ফ্রি টিকিটের চাহিদা এবং দর্শকাসনের ব্যবস্থাপনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan Royals

সমস্যায় রাজস্থান রয়্যালস (আইপিএল ওয়েবসাইট)

ক্রমাগত উত্যক্ত করা হচ্ছিল গত কয়েকবছর ধরেই। তাই রাজস্থান রয়্যালসের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, অন্য শহরে বেস করেও খেলতে রাজি তাঁরা। এই কারণেই রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, আইপিএলের বেশ কিছু ম্যাচ তারা অসমের গুয়াহাটি স্টেডিয়ামে খেলবে। তবে এই সিদ্ধান্তই আবার বড়সড় সমস্যায় ফেলেছে রাজস্থান রয়্যালসকে।

Advertisment

শনিবারেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। আবেদনকারী ছিলেন রাহুল কানওয়াত, বিমল চন্দ এবং যোগেশ কুমার। তারপরেই রাজস্থান রয়্যালসের এক শীর্ষকর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন যাদের নিয়ন্ত্রানাধীন সেই রাজ্য ক্রীড়া পর্ষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ গত কয়েকবছর ধরেই আমাদের উত্যক্ত করে চলেছে। সোজা কথায় আমাদের বিরক্ত করা হচ্ছে।"

আরও পড়ুন আলোচনা ছাড়াই আমাকে বাদ দিয়েছিল ধোনি, বিস্ফোরক শেওয়াগের তোপে মাহি

সেই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, প্রত্যেক আইপিএলেই ফ্র্যাঞ্চাইজি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থার ফ্রি টিকিটের চাহিদা এবং দর্শকাসনের ব্যবস্থাপনা। সেই কর্তা গোপন কথা ফাঁস করার ভঙ্গিতে জানিয়েছেন, স্পট ফিক্সিং কাণ্ডে আমাদের নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই আমাদের কাছ থেকে অন্যায় সুযোগ সুবিধা ভোগ করার হচ্ছে।

আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ

ঘটনাচক্রে, আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেও রাজস্থান রয়্যালস এখনও তাদের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলার বিষয়ে এখনও সরকারি শিলমোহর পড়েনি। কেন গুয়াহাটিতেই খেলতে চায়, সেই কথা জানিয়ে রাজস্থান রয়্যালসের শীর্ষকর্তা বলেছেন, "গুয়াহাটির মাঠ বেশ ভাল। দলের বেশ কিছু ক্রিকেটার গুয়াহাটিতে গিয়ে সেখানকার ব্যবস্থাপনার ভূয়ষী প্রশংসাও করেছে। পাশাপাশি ওখানে উত্তর ভারতীয়রাও সংখ্যায় বেশি রয়েছেন। ফলে সমর্থকদের সঙ্গে কানেক্ট করতেও অসুবিধা হবে না।"

এখন দেখার রাজস্থান রয়্যালস সমস্ত বাধ্যবাধকতা সরিয়ে গুয়াহাটিতে খেলা নিশ্চিত করতে পারে কিনা!

Rajasthan Royals IPL
Advertisment