Advertisment

মেসির মতই 'হেরো' কোহলি! টেস্ট ফাইনালের আগেই রামিজের মন্তব্যে ঝড়

কোহলির নেতৃত্বে দু-দুবার আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। ২০১৭-য় আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ভারত হেরে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বড় টুর্নামেন্টে প্রথাগতভাবে ব্যর্থ লিওনেল মেসি। কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ। মেসির জাতীয় দলের ট্রফি খরার সঙ্গেই এবার কোহলির অবস্থাকে তুলনায় আনলেন পাকিস্তানের প্রাক্তন তারকা রামিজ রাজা।

Advertisment

নেতৃত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে আইসিসি টুর্নামেন্ট জেতার বড়সড় সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ জুনেই ভারত খেলতে নামছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমন আবহেই রামিজ রাজা জানিয়েছেন, বড় টুর্নামেন্টে ধারাবাহিকতার থেকেও টেম্পারমেন্ট জরুরি হয়ে পড়ে। আর সঠিক সময়ে জ্বলে উঠতে পারলেই বাকিদের থেকে আলাদা হওয়া যায়।

আরো পড়ুন: IPL-এ টাকা কামানোর জন্য ভারতীয়দের বুট চাটছে ইংরেজরা! ঝাঁঝালো আক্রমণ এবার কিংবদন্তির

কোহলির নেতৃত্বে দু-দুবার আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। ২০১৭-য় আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ভারত হেরে গিয়েছিল। ২০১৯-এ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বাধা পেরোতে পারেনি টিম ইন্ডিয়া।

তারপরেই ইন্ডিয়া টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রামিজ রাজা জানিয়েছেন, "ভিভ রিচার্ডসকে দেখ, বড় বড় ইভেন্টে ঠিক জ্বলে উঠতেন। সেঞ্চুরি করে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে জেতানোর বড় সুযোগ এসেছে কোহলির কাছে। ও এমনিতেই কিংবদন্তি হয়ে উঠেছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতলে সেটা ওঁর সাফল্যের পালকে নতুন সংযোজন হবে। কোহলির সর্বকালের সেরার ব্রাকেটে বসার সবথেকে ভালো সুযোগ পেয়েছে এবারই। সেটা করার ক্ষমতাও ওঁর রয়েছে। ওঁকে কেবল পরিস্থিতি অনুযায়ী নিজের প্রতিভার সুবিচার করতে হবে।"

এরপরেই লিওনেল মেসির প্রসঙ্গ এনেছেন রামিজ রাজা। বলে দিয়েছেন, "ক্রীড়াবিশ্বে অনেকেই রয়েছে, যেমন লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে বড়সড় ট্রফি জিততে পারেননি। বিশ্বকাপের ফাইনালের মত মঞ্চে পারফর্ম করলেই একজন প্লেয়ারের জাত চেনা যায়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Lionel Messi Argentina Indian Cricket Team
Advertisment