Advertisment

Ramiz Raja on Team India: স্বপ্নেই ভারতকে কেবল হারানো সম্ভব! রোহিত-কোহলিদের দাপট নিয়ে খুল্লামখুল্লা এবার পাক কিংবদন্তি

Ramiz Raja on Team India's dominance: ঘরের মাঠে ভারত একদশকের বেশি সময় ধরে অপরাজিত। শেষবার ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১১/১২ সিজনে ধোনির জমানায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ramiz Raja, Team India, রামিজ রাজা, টিম ইন্ডিয়া,

Ramiz Raja-Team India: ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পাকিস্তানি কিংবদন্তি। (ছবি- টুইটার)

Ramiz Raja, Team India: ভারতীয় ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন কিংবদন্তি পাকিস্তানি খেলোয়াড় রামিজ রাজা। তিনি জানিয়েছেন, ভারত এখন যেভাবে খেলছে, তাতে কেবলমাত্র স্বপ্নেই রোহিতের বাহিনীকে টেস্ট ক্রিকেটে হারানো যেতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি দুটি টেস্ট জেতার পর ভারত তার হোম সিরিজে টেস্ট জয়ের সংখ্যা বাড়িয়ে ১৮ করেছে। ঘরের মাঠে ভারত শেষবার টেস্ট হেরেছিল ২০১৩-১৪ মরশুমে, ইংল্যান্ডের কাছে। এই সময়ের মধ্যে কোনও দলই ভারতকে সিরিজে একাধিকবার হারাতে পারেনি। শুধু তাই নয়, গত ১০ বছরে ভারত মাত্র তিনটি হোম টেস্ট-এ হেরেছে। 

Advertisment

ভারত এবছর ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলেছে। একটা ইংল্যান্ড, অন্যটা বাংলাদেশের বিরুদ্ধে, দুটোতেই জিতেছে। ইংল্যান্ড সিরিজে রোহিতবাহিনী ১-০ য় পিছিয়ে থেকেও ৪-১ এ সিরিজ জিতে নিয়েছে। আর, বাংলাদেশকে তো ২-০ ব্যবধানে হারিয়েছে। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে মাত্র তিনদিন খেলা হয়েছে। ড্র যখন সবাই ধরে নিয়েছে, সেই সময় সিরিজ বের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য রামিজ রাজা পরবর্তীকালে হয়ে উঠেছিলেন পাকিস্তানের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। পাক ক্রিকেটের প্রশাসনেও তিনি ছিলেন গুরুত্বপূ্র্ণ ব্যক্তি। সেই প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রাজা জানিয়েছেন, রোহিত শর্মার ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তিনি আরও জানান, ঘরের মাটিতে খেলার সময় ভারত, 'সবচেয়ে শক্তিশালী দল'। একইসঙ্গে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারানো বাংলাদেশেরও চূড়ান্ত সমালোচনা করেছেন রাজা। তিনি বলেছেন, বাংলাদেশ এখনও ২২ গজে বিপক্ষের কাছে চ্যালেঞ্জ তৈরি করতে শেখেনি। তার ওপর যে কোনও সফরকারী দলের কাছেই ভারতের মাটিতে ভারতকে হারানো একটা স্বপ্নের ব্যাপার।

আরও পড়ুন- ধোনি খেললে IPL-এর নিয়ম বদলাবে হাজার বার! সোজাসুজি বিস্ফোরণ এবার কাইফেরও

এই সম্পর্কে রাজা বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহজেই টেস্ট ম্যাচ জিতেছে। এই মুহুর্তে, ভারতকে তাদের দেশের মাটিতে হারানোর সবচেয়ে কঠিন ব্যাপার। এমন একটা দলকে হারানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু, সেটা স্রেফ স্বপ্নই। ভারতকে ভারতের মাটিতে হারানোর ক্ষমতা বাংলাদেশের নেই।' যাইহোক, রাজা এইসব প্রশংসা করলেও টিম ইন্ডিয়া ইতিমধ্যে তাদের পরের লক্ষ্য নিয়ে ভাবছে। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ ৬ অক্টোবর থেকে শুরু হবে। সেটাই এখন টিম ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য, জয়ের নেশায় ছুটে চলা মেন-ইন-ব্লুর কাছে এখন স্রেফ অতীত।

Rohit Sharma Test cricket Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment