Advertisment

অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে বাংলার হয়ে রঞ্জি খেলতে পারেন শামি

ভারতের ফ্রন্টলাইন পেসার মহম্মদ শামিকে ফের একবার দেখা যেতে পারে রঞ্জি ট্রফিতে। অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে কেরালার বিরুদ্ধে বাংলার পরের রঞ্জি ম্যাচে খেলতে পারেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammed Shami

মহম্মদ শামি (ছবি টুইটার)

ভারতের ফ্রন্টলাইন পেসার মহম্মদ শামিকে ফের একবার দেখা যেতে পারে রঞ্জি ট্রফিতে। অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে কেরালার বিরুদ্ধে বাংলার পরের রঞ্জি ম্যাচে খেলতে পারেন তিনি। বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। গত সোমবার  শামিকে ইডেনে দেখা গিয়েছিল। এই মুহূর্তে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলছে।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই-কে সৌরভ জানিয়েছেন, “আমরা বাংলার প্রথম ম্যাচের আগেই শামিকে চিঠি দিয়ে খেলাার কথা বলেছিলাম। কিন্তু ওর ফিটনেস সংক্রান্ত কিছু সমস্যা ছিল। যার জন্য় ওকে রিহ্যাব করতে হয়েছিল। এখন ও বাংলার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। ও যদি খেলে তাহলে সেটা বাংলার জন্য ভাল।” আগামী ২০ নভেম্বর কেরালার বিরুদ্ধে মাঠে নামবে বাংলা। সেই ম্যাচেই শামিকে দেখার সম্ভাবনা উজ্জ্বল।

আরও পড়ুন: কপিল-ঘাউড়ি-বিনির ৩৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইশান্ত-শামি-বুমরাহ

অন্যদিকে সম্প্রতি সিএবি বোর্ডের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ এনেছিল যে,  রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচে নিচের র‌্যাঙ্কিংয়ের আম্পায়ার দেওয়া হয়েছে। এমনকি উঁচু র‌্যাঙ্কিংয়ের  আম্পায়ারদের মধ্যে পাঁচজনই এই বাংলার। তাঁদের কাউকেও নিয়োগ করা হয়নি। যদিও বাংলার এই অভিযোগ খতিয়ে দেখেছে বিসিসিআই। সিএবি-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়াকে বোর্ডের ক্রিকেট অপারেশনসের অ্যাসিস্টেন্ট জিএম কেভিপি রাও চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে, এই বিষয়টি তাঁরা গুরুত্ব দিয়েই দেখছেন। গ্রুপ ‘সি’-র ম্যাচে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা আম্পায়ারই নিয়োগ করবেন তাঁরা।

ইংল্যান্ডের মাটিতে দুরন্ত ফর্মে ছিলেন শামি। ইশান্ত শর্মা ও যসপ্রীত বুমরার সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিক ভাবে বিদেশের মাটিতে ভাল বল করেছিলেন তিনি। অস্ট্রেলিয়াতেও ভারতের পেস বিভাগে কোহলির দলে বড় ভরসা শামি। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে রঞ্জির হাত ধরেই ম্য়াচ প্রস্তুতি সেরে রাখতে চাইবেন তিনি। ফলে বাংলার হয়ে খেলার সুযোগ তিনি হাতছাড়া করবেন না বলেই মনে করা হচ্ছে। শামি খেলা মানে মনোজদের দলে বাড়তি একটা পাওনা।

cricket BCCI
Advertisment