গত মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওভারে হওয়া এই ম্যাচে ৩৪ রানে হরতে হয়েছে আফগানিস্তানকে। কিন্তু ম্যাচ হেরেও আইসিসি-র মন জয় করে নিয়েছেন আফগানরা।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা 'ফান ফ্যাক্টর'কে মাথায় রেখে তাঁদের বানিয়ে দিয়েছে টুর্নামেন্টের 'ক্লিয়ার ফেভারিট'। আইসিসি বলছে সবচেয়ে বেশি মজা করার জন্য যদি কোনও দলকে বিশ্বকাপ দেওয়া যেত তাহলে সেই পুরস্কার পেত আফগানিস্তানই।
এদিন ম্যাচের পর আইসিসি তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে মহম্মদ শেহজাদ ও স্পিনার রশিদ খান কোমার দোলাচ্ছেন বলিউডের জনপ্রিয় গান 'আজ কি পার্টি' গানে। সলমন খান ও করিনা কপুর অভিনীত হিট ছবি 'বজরঙ্গি ভাইজান'-এর এই গানও ভীষণ হিট হয়েছিল।
আরও পড়ুন: সর্বকালের সেরা পাঁচে এখন দ্বীপরাষ্ট্রের ‘টো-ক্রাশার’
কার্ডিফে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানরা। বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ ৫০ ওভারের বদলে ৪১ ওভারে করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। ৩৬.৫ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা ২০১ রানে অলআউট হয়ে যায়। জবাবে আফগানরা মাত্র ৩২.৪ ওভারেই ১০ উইকেট হারিয়ে ফেলে ১৫২ রানে।