২৪ ঘণ্টাও হয়নি বাবাকে হারিয়েছেন রশিদ খান। তাও বাইশ গজ থেকে বিরতি নেননি তিনি। বিগ ব্যাশ লিগে (বিবিএল) মাঠে নামছেন তিনি। সোমবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলবেন এই আফগান স্পিনার।
অ্যাডিলেডের পক্ষ থেকে একটা বিবৃতিতে জানানো হয়েছে, “রশিদ খান সিডনি থান্ডারের বিরুদ্ধে আজকের ম্যাচটা খেলতে চায়। অ্যাডিলেড ওভালে প্রয়াত বাবাকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ও। গত রাতে রশিদ বাবাকে হারায়। রশিদ অ্যাডিলেডে থাকছে ও খেলবে। আমাদের পক্ষ থেকে ওকে সমবেদনা জানানো হয়েছে। এই কঠিন সময় ওর পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। পরিবারের গোপনীয়তার প্রতি আমরা শ্রদ্ধাশীল।” রশিদের জাতীয় দলের সতীর্থ মহম্মদ নবিও টুইট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: ‘হেলিকপ্টার ল্যান্ডেড’! ধোনিকে ধন্যবাদ রশিদের
রশিদ খান টুইট করে তাঁর বাবার প্রয়াণের খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে হারালাম। আমার আজীবনের মোমবাতি। এখন আমি বুঝতে পারছি কেন বাবা সবসময় বলতো শক্ত হতে। কারণ আজ বাবাকে হারানোর শক্তিটা চাই আমার। বাবা সবসময় আমার সঙ্গেই থেকে যাবে।” রশিদ কেরিয়ারের দ্বিতীয় বিবিএল খেলছেন। এই মরসুমে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।