Advertisment

Rashid Latif on BCCI's champions Trophy stance: ভারতকে চরম শিক্ষা দেবে পাকিস্তান! জয় শাহরা বড় সিদ্ধান্ত নিতেই ICC-কে হুমকি পাক কিংবদন্তির

Rashid Latif on Champions Trophy 2025: ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানি ক্রিকেটারের, বিতর্কের ঝড় বড়সড়। এবার ভারতে পাকিস্তানের খেলতে না আসার আশঙ্কা চাগিয়ে তুললেন রশিদ লতিফ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah and Champions Trophy, জয় শাহ ও চ্যাম্পিয়ন্স ট্রফি

Jay Shah and Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জয় শাহর কাছে বিরাট প্রত্যাশা পাকিস্তানের। (ছবি- টুইটার)

Rashid Latif on Champions Trophy 2025: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার অন্যান্য পাকিস্তানি ক্রিকেটারদের মতই মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। বাকিদের মত তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। এই ইস্যুতে লতিফ বলেছেন যে, ভারতের মত পাকিস্তান সরকারও যদি বলে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না, তাতে ক্রিকেট তথা আইসিসির কোনও লাভ তো হবেই না। উলটে ক্ষতিই হবে। 

Advertisment

এর আগে বিসিসিআই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে, টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না। তারা পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ দুবাইতে খেলতে চায়। আর, তারপরই মুখ খুলেছেন লতিফ। তিনি ভারতীয় দলের পাকিস্তান সফর না করার বিরুদ্ধে সরব হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে এই ইস্যুতে কথা বলতে গিয়ে লতিফ বলেছেন, 'এমনটা নয় যে আইসিসির অস্তিত্ব শুধুমাত্র ভারত আর পাকিস্তানকে নিয়ে। এখন পাকিস্তান সরকারও যদি বলে দেয় তারা ভারতে টিম পাঠাবে না, তাহলে আইসিসির কোনও লাভ তো হবেই না। উলটে ক্ষতি হবে। কারণ, সেক্ষেত্রে দর্শক কমে যাবে।'

লতিফ বলেন, 'আমরা জানি যে ভারত পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে চায় না। কিন্তু, আইসিসি ইভেন্টগুলোকে তো এড়ানো যায় না। আইসিসিতে ভারতও রয়েছে। ভারতকে নিজেদের মাঠ ঠিক করতে হবে। ভারত এবার পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে হওয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে।'

তবে লতিফ এই কথা বললেও বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আমাদের অবস্থান বদলানোর কোনও ব্যাপার নেই। আমরা ওদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাইতে করার জন্য।' সূত্রের খবর, বিসিসিআই ভারত সরকারের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর এশিয়া কাপের আগে, পাকিস্তানের চাপ সত্ত্বেও, ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে বাধ্য করেছিল। 

এই ব্যাপারে লতিফ বলেন, 'যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপ হয়, তাহলে দলগুলোকে জিজ্ঞাসা করা হয়। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা যেতে পারে, ভারত খেলতে চায় কি না। কিন্তু, এটি একটি আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপে যে দলগুলো অংশ নেবে, তারা কোথায় খেলবে সেটা আইসিসি ঠিক করে। সেই হিসেবে সমস্ত সম্প্রচারকারী এবং স্পনসরদের সঙ্গে ইতিমধ্যে সইসাবুদ পর্যন্ত হয়ে গিয়েছে।'

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় চিরতরে বাতিল অস্ট্রেলিয়ায় সিরিজ জেতানোর নায়কই! বড় ঘোষণা গম্ভীরের

এই ব্যাপারে লতিফ বলেন, 'যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপ হয়, তাহলে দলগুলোকে জিজ্ঞাসা করা হয়। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা যেতে পারে, ভারত খেলতে চায় কি না। কিন্তু, এটি একটি আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপে যে দলগুলো অংশ নেবে, তারা কোথায় খেলবে সেটা আইসিসি ঠিক করে। সেই হিসেবে সমস্ত সম্প্রচারকারী এবং স্পনসরদের সঙ্গে ইতিমধ্যে সইসাবুদ পর্যন্ত হয়ে গিয়েছে।' ১৯ ফেব্রুয়ারি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। চলবে ৯ মার্চ পর্যন্ত। ৫০-ওভারের ম্যাচগুলো হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মত শহরে। বিশ্বের সেরা ৮ দল অংশ নেবে এই আইসিসি ইভেন্টে।

Pakistan Cricket Team Indian Cricket Team Cricket News ICC
Advertisment