Shastri's questions on Shami: মহম্মদ শামির ব্যাপারে সবকিছু কেন খোলাখুলি জানানো হচ্ছে না? অস্ট্রেলিয়া সফর থেকে শামির বাদ পড়া প্রসঙ্গে এবার এই প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শাস্ত্রীর দাবি, আধাফিট মহম্মদ শামিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে মেলবোর্ন এবং সিডনির শেষ দুটি টেস্টে ভারতকে সাহায্য করতে পারত। সেই শামিকে দল না নেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের নিন্দায় সরব হয়েছেন শাস্ত্রী।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর থেকে প্রায় একবছর ধরে গোড়ালির চোটের জন্য ভারতীয় দলের বাইরে শামি। চোট সারিয়ে ফিরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছেন। তার আগে রঞ্জি ট্রফিতেও ভালো খেলেছেন। টিম ইন্ডিয়ার সিনিয়র দল যখন টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছিল, শামি সেই সময় ভারতে তাঁর ক্রিকেটজীবনে ফিরে আসার চেষ্টা চালাচ্ছিলেন। বাংলার হয়ে তিনি বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন।
শামি অক্টোবর থেকে ১২ টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের কাছে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ছাড়া অভিজ্ঞ পেসার ছিল না। বুমরা ব্যাপক বোলিং লোড নেওয়ায় পিঠের সমস্যায় ভুগছেন। সিরাজও ১৫৭.১ ওভার বল করেছেন। যা সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ার সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি। এই দু'জনের চাপ কিছুটা হলেও কমাতে পারতেন শামি। তাঁকে না নিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত বড় ভুল করেছে। এমনটাই মনে করেন শাস্ত্রী।
ব্রিসবেনে তৃতীয় টেস্টের পরেই আনুষ্ঠানিকভাবে শামিকে সফর থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়। পরে বিসিসিআই জানায়, ৩৪ বছর বয়সি শামির হাঁটুতে ফোলাভাব আছে। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'সত্যি বলতে কী! মহম্মদ শামির সঙ্গে যা হয়েছে, মিডিয়া থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে রীতিমতো অবাক হয়েছি। তাঁর সুস্থতা এখন কোন পর্যায়ে আছে? কতক্ষণ ধরে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে কাটাচ্ছেন? ওঁর ব্যাপারে কেন কোনওকিছুই খোলাখুলি বলা হচ্ছে না? ওঁর মত একজন খেলোয়াড় থাকলে আমি তো অস্ট্রেলিয়ায় নিয়ে যেতাম।'
Precision, Pace, and Passion, All Set to Take on the World! 🌍💪 #Shami #TeamIndia pic.twitter.com/gIEfJidChX
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) January 7, 2025
শাস্ত্রী মনে করেন যে অস্ট্রেলিয়ায় শামি থাকলে ভারত উপকৃত হত। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ বলেন, 'আমি ওঁকে দলে রাখতাম। নিশ্চিত করতাম যাতে ও দলে ফেরে। তারপরে যদি দেখতাম ও বাকি সিরিজ খেলতে পারবে না, ছেড়ে দিতাম।'
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও শাস্ত্রীর কথারই প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন যে শামি থাকলে সিরিজের ফলাফল ৩-১ না-ও হতে পারত। পন্টিং বলেন, 'শামি ছিল না। সেই জন্যই সিরিজের ফলাফল ৩-১ হয়েছে। এজন্যই আমি মনে করি যে শামি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' পন্টিং বলেন, 'শামি, বুমরা আর সিরাজ যদি ভারতীয় দলে গোড়া থেকেই থাকত, তাহলে অস্ট্রেলিয়ায় সিরিজের ফলাফল হয়তো অন্যরকম হত।'
আরও পড়ুন- রোহিত-কোহলিকে বিদায় দিন, নির্বাচকদের আহ্বান গাভাসকরের
শাস্ত্রী বিশ্বাস করেন যে আধাফিট শামিও মেলবোর্ন এবং সিডনির শেষ দুটি টেস্টে ভারতকে সাহায্য করতে পারতেন। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলের ওঁর অভিজ্ঞতা এবং সাহায্য দরকার ছিল। সবাই জানে, ও কীভাবে ম্যাচে প্রভাব ফেলতে পারে। এটা সম্ভব হত যদি বুমরা আর শামি, দু'জনেই সেখানে থাকত। প্যাট কামিন্স একা কিছুই করতে পারতেন না যদি না স্কট বোল্যান্ড সাহায্য করতেন। তাই অভিজ্ঞ বোলার দরকার ছিল। মহম্মদ সিরাজ প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু, শামির অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় ভারতের দরকার ছিল।'