/indian-express-bangla/media/media_files/2025/07/07/shubman-gill-and-ravi-shastri-2025-07-07-13-16-21.jpg)
শুভমান গিল এবং রবি শাস্ত্রী
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর ভারত জিততে না জিততেই ক্রিকেট বিশ্বে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
সমালোচনার মুখে পড়েছিল টিম ইন্ডিয়া
একথা অস্বীকার করা যাবে না, এজবাস্টন টেস্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। একে তো লিডস টেস্টে টিম ইন্ডিয়া ৫ উইকেটে হেরে গিয়েছিল। ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বার্মিংহামে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তার উপর দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রধান পেস বোলার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর সেকারণে সমালোচনার যাবতীয় তোপ ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকে ধেয়ে এসেছিল। এই সমালোচকদের তালিকায় নাম লিখিয়েছিলেন রবি শাস্ত্রীও (Ravi Shastri)।
5 Indian Cricketers: এই ৫ ক্রিকেটারই এজবাস্টনে জেতাল ভারতকে, গর্বিত গোটা দেশ
এজবাস্টন টেস্ট শুরুর আগে রবি শাস্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, 'ইতিপূর্বে তুমি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলে। আর এবার ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্য়াচটাও হেরে গেলে। তোমার কাছে যখন বিশ্বের সেরা বোলার রয়েছে, ৭ দিন বিশ্রামের পর তাঁকে না খেলানোটা বোকামিরই পরিচয়।' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচের এই মন্তব্যে সায় দিয়েছিলেন অনেকেই। শাস্ত্রী'জি অভিযোগের তিরটা যে ভারত অধিনায়ক শুভমান গিল এবং হেড কোচ গৌতম গম্ভীরকেই ছুঁড়েছিলেন, সেকথা কারোর বুঝতে বাকি ছিল না।
🚨 RAVI SHASTRI FIRES ON GAMBHIR 🚨
— ᴅᴋ (@coach_dk19) July 2, 2025
" You lost three against NZ & Australia and now you lost 1st match here. You've the best bowler in the world and you make him sit out after seven days of rest..."#INDvsENG#GautamGambhirpic.twitter.com/5Lc0bSd223
তবে টিম ইন্ডিয়া এজবাস্টন টেস্টে জিততে না জিততেই 'পালটি' খেলেন রবি শাস্ত্রী। রবিবার (৬ জুলাই) রাতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ লিখেছেন, 'একেবারে রোমাঞ্চকর একটা ৫ দিনের টেস্ট ম্যাচ উপভোগ করলাম। শুভমান গিল, গৌতম গম্ভীর এবং গোটা ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা রইল। এই টেস্ট ম্য়াচের ৮০ শতাংশ সময়ই ভারতীয় ক্রিকেট দল কর্তৃত্বের সঙ্গে পারফরম্য়ান্স করেছে।'
Enthralling 5 days of Test cricket 👏
— Ravi Shastri (@RaviShastriOfc) July 6, 2025
Congratulations @ShubmanGill , @GautamGambhir and the entire team for showing tremendous character after dominating 80% of the Test.
Shubman’s 269 & 161, pure class. Akashdeep’s 10-wicket, sensational. @imjadeja and @RishabhPant17, game… pic.twitter.com/TiIebWIPf8
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'শুভমান প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছে। ও নিজের ক্লাস ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে। এর পাশাপাশি আকাশ দীপ আবার ১০ উইকেট শিকার করেছে। এটাও একটি অনবদ্য পারফরম্য়ান্স। এছাড়া ম্য়াচের রং বদলে দিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ। খুব ভাল একটা পারফরম্য়ান্স।' সঙ্গে তিনি বিয়ার গ্লাসের ছবিও শেয়ার করেন।
বলতে কোনও বাধা নেই, চোখের নিমেষে এই টুইট ভাইরাল হয়ে যায়। সন্দীপ ভারত নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, 'আপনিই তো আগে গম্ভীরের প্রবল সমালোচনা করেছিলেন। সেকারণে বিশ্লেষণ করার আগে একটু ভাবনাচিন্তা করুন। এটা একেবারেই তরুণ একটা দল।' অর্জুন নামে একজন ভারতীয় ক্রিকেট সমর্থক প্রশ্ন করেছেন রবি শাস্ত্রীর প্রশংসা তালিকা থেকে কেন মহম্মদ সিরাজের নাম বাদ দেওয়া হল? সবমিলিয়ে গোটা বিষয়টা নিয়ে যে যথেষ্ট জলঘোলা হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।