Indian Cricket Team: এজবাস্টন টেস্টে (IND vs ENG 2nd Test Match) অবশেষে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। শুধুমাত্র জয়লাভ করল বললে বোধহয় কম বলা হবে, এজবাস্টনে ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া। এই প্রথমবার বার্মিংহামে জয়ের স্বাদ পেল ভারত। ইংল্যান্ডকে ৩৩৬ রানে কার্যত দুরমুশ করে দিল ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের নেপথ্যে ভারতের ৫ ক্রিকেটারের অবদান অনস্বীকার্য। কারা রয়েছেন সেই তালিকায়, আসুন দেখে নেওয়া যাক।
শুভমান গিল (Shubman Gill)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/shubman-2025-07-06-22-43-12.jpg)
প্রথমেই বলতে হবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের কথা। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই তিনি দাপট দেখাননি, ব্যাট হাতেও গড়লেন একাধিক রেকর্ড। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি (২৬৯) করার পর দ্বিতীয় ইনিংসেও চোখ ধাঁধানো শতরান (১৬১) করলেন। দুটো ইনিংস মিলিয়ে তিনি মোট ৪৩০ রান করেছেন। টিম ইন্ডিয়ার বড় স্কোর খাড়া করার পিছনে শুভমানের অবদান অনস্বীকার্য।
India Edgbaston Test Victory: ব্রিটিশ সূর্য অস্তমিত, বার্মিংহামে 'ইতিহাস' শুভমানদের
ঋষভ পন্থ (Rishabh Pant)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/rishabh-2025-07-06-22-43-12.jpg)
এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন অবশ্যই ঋষভ পন্থ। লিডস টেস্টে তিনি জোড়া শতরান করেছিলেন। বার্মিংহামে হয়ত সেঞ্চুরি তিনি হাঁকাতে পারেননি ঠিকই, কিন্তু ২ ইনিংস মিলিয়ে ৯০ রান দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় ইনিংসে তিনি টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে দ্রুত রান তোলার জন্য যেভাবে মারমুখী মেজাজে ব্যাট করলেন, তা দেখে সকলেই প্রশংসা করেছেন। এই ম্য়াচে ঋষভ প্রথম ইনিংসে ২৫ রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে একটি দুরন্ত হাফসেঞ্চুরি (৬৫) করেন। তার থেকেও বড় কথা, উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি শুভমান গিলকে ক্রমাগত পরামর্শ দিয়ে গিয়েছেন।
IND vs ENG: এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/jadeja-2025-07-06-22-43-12.jpg)
এবার আসা যাক রবীন্দ্র জাদেজার কথায়। বার্মিংহাম টেস্ট ম্য়াচে জাদেজাকে কেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কারণটা খুব স্পষ্ট। লিডস টেস্টে তিনি ব্য়াট এবং বল হাতে একেবারে নজর কাড়তে পারেননি। আর কুলদীপ যাদব রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। কিন্তু, বার্মিংহামে ছবিটা একেবারে বদলে গেল। একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে গম্ভীরের ভরসার দাম দিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১৫৮ রান (প্রথম ইনিংসে : ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে : ৬৯*) করলেন। যদিও এই ম্য়াচেও তিনি একটাই উইকেট শিকার করেছেন। তবুও দুটো ইনিংসেই তিনি শুভমান গিলের সঙ্গে যেভাবে পার্টনারশিপ (প্রথম ইনিংসে : ২০৩ এবং দ্বিতীয় ইনিংসে : ১৭৫) গড়ে তুললেন, তা সত্যিই প্রশংসনীয়।
IND vs ENG: 'কিং' কোহলিকে টেক্কা দিলেন 'প্রিন্স' গিল? ইংল্যান্ড সিরিজেই হয়ে গেল শ্রেষ্ঠত্বের ফয়সালা
মহম্মদ সিরাজ (Mohammed Siraj)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/siraj-2025-07-06-22-43-13.jpg)
এবার আসা যাক বোলিং ডিপার্টমেন্টের কথায়। জসপ্রীত বুমরাহকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়নি বলে গিল এবং গম্ভীর জুটিকে কম কথা শোনানো হয়নি। অনেকেই প্রশ্ন করেছিলেন, বুমরাহকে বাইরে রেখে কেন প্রথম একাদশে সিরাজ? প্রশ্নটা নেহাতই অমূলক নয়। কারণ, প্রথম টেস্ট ম্যাচে সিরাজ সাকুল্যে দুটো উইকেট শিকার করেছিলেন। সেখানে এমন প্রশ্ন একেবারেই অস্বাভাবিক নয়। তবে বার্মিংহামে সিরাজ সমালোচকদের ভুল প্রমাণ করলেন। এই টেস্ট ম্য়াচে তিনি মোট এই টেস্ট ম্য়াচে তিনি মোট ৭ উইকেট শিকার করলেন। এরমধ্যে প্রথম ইনিংসেই শিকার করেছিলেন ৬ উইকেট। একাই ভেঙে দিয়েছিলেন ইংরেজদের কোমর। টিম ইন্ডিয়ার জয়ে সিরাজের বোলিং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।
IND vs ENG Turning Point: এক দুরন্ত ঘূর্ণি-ই পাল্টে দিল ম্যাচ! টিম ইন্ডিয়ার দাপটে বার্মিংহামে দর্পচূর্ণ ইংরেজদের
আকাশ দীপ (Akash Deep)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/akash-deep-1-2025-07-06-22-43-13.jpg)
লাস্ট বাট নট দ্য লিস্ট। আকাশ দীপ। বাংলার এই পেস বোলার ইংরেজদের সিলেবাসেই ছিলেন না। এমনকী, ২০ উইকেট শিকার করার ক্ষেত্রে তিনি ভারতীয় বোলিং ডিপার্টমেন্টকে কতটা সাহায্য করতে পারবেন, তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অথচ, বাংলার এই পেস বোলারই একা ১০ উইকেট শিকার করলেন। এই পরিস্থিতিতে সমালোচনা তো দুরের কথা, লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচেও আকাশ দীপকে দলে নেওয়ার জন্য সওয়াল উঠতে শুরু করেছে। জসপ্রীত বুমরাহ দলে ফিরলে হয়ত প্রসিদ্ধ কৃষ্ণাকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। সেক্ষেত্রে সিরাজ-আকাশ এবং বুমরাহের ত্রিফলা আক্রমণ ইংরেজদের রাতের ঘুম উড়িয়ে দেবে।