Team India best Test opener: বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেটের সেরা ওপেনিং জুটি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন রবি শাস্ত্রী। বর্তমানে শাস্ত্রী ধারাভাষ্যকারের কাজ করছেন। আর, তার ফাঁকে তিনি এই নতুন বিতর্কের সূত্রপাত ঘটালেন।
ভারতের ক্রিকেট ইতিহাস কয়েক দশকের অতীতকে মাথায় রাখলে একবাক্যে স্বীকার করে নেয় যে, টেস্ট ক্রিকেটের সেরা ওপেনার লিটল মাস্টার সুনীল মনোহর গাভাসকার। আর, সেটা শুধু ভারতীয় ক্রিকেটই নয়। একবাক্যে স্বীকার করে নেয় গোটা ক্রিকেট দুনিয়া। ৩৬টি টেস্ট সেঞ্চুরি, ১০ হাজার রান বা রবার্টস, মার্শালদের আগুন ঝরানো বোলিং বিনা হেলমেটে সামলানো, সবদিক থেকেই সুনীল কিংবদন্তি।
তবে, প্রশ্নটা যদি হয় যে গাভাসকারের পরে কে? তবে, নিঃসন্দেহে নাম আসে বীরেন্দ্র শেহবাগের। কারণ, শেহবাগই একমাত্র ভারতীয় ব্যাটার যাঁর টেস্ট ক্রিকেটে দুটো ত্রিশতক আছে। ট্রিপল সেঞ্চুরি ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছেন ২৯৩ রান। মোট রানের পরিমাণ ৮,৫০০। সেঞ্চুরি ২৩টি, গড় রান ৫০। শেহবাগ দীর্ঘবছর- ২০০২ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন। টেস্ট-এ তাঁর ছ'টি ডবল সেঞ্চুরি আছে। তিনি আর রাহুল দ্রাবিড় মিলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছিলেন লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪১০ রান তুলে। মাত্র তিন রানের জন্য বেঁচে গিয়েছিল ভিনু মাঁকড় ও পঙ্কজ রায়ের ৪১৩ রানের রেকর্ড।
তারপরও কিন্তু, ভারতের বোলিং কোচ ভরত অরুণের দাবি, রবি শাস্ত্রী অন্য কথা বলেছেন। শাস্ত্রীর মতে, সেরা ভারতীয় টেস্ট ওপেনারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুরলী বিজয়। ভরত অরুণের কথায়, 'রবি শাস্ত্রী হামেশাই বলেন যে, সুনীল গাভাসকারের পরে ভারতের সেরা টেস্ট ওপেনার হলেন মুরলি বিজয়।' শেহবাগ-গম্ভীর ওপেনিং জুটির পরেই মুরলী বিজয় ওপেনিংয়ের দায়িত্ব নেন। শেহবাগের সঙ্গে তিনি বেশ কয়েকটি ভালো জুটি গড়েছেন। এরপরে ভারতের ওপেনিং সামলানোর দায়িত্ব নেন বিজয় আর শিখর ধাওয়ান। এই জুটি ২০১৩ থেকে ২০১৮-এর মধ্যে ১,৫০০ রান করেছিল। যার মধ্যে ছিল দুটো সেঞ্চুরি। এবং পাঁচটি ৫০। আর, সর্বোচ্চ ছিল ২৮৯।
আরও পড়ুন- সিরিজ ফয়সালা আগেই, তবু শেষ নয় টিম ইন্ডিয়ার চমক! জোড়া বদল ধর্মশালা টেস্টে
বিজয় ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের হয়ে ৬১টি টেস্ট খেলেছেন। করেছেন ৩,৮৮০ রান। যার মধ্যে আছে ১২টি সেঞ্চুরি, ১৫টি অর্ধশতক। যার মধ্যে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছেন ১৬৭ রান। পাশাপাশি, ২০১৪ সফরের সময় সবুজ আভাযুক্ত পিচের নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছিলেন ১৪৬। ব্রিসবেনের মাটিতে ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ১৪৪ রান। ভারত ওই দুটো টেস্ট হারলেও বিজয়ের ইনিংস আজও স্মরণীয় হয়ে আছে। তবে, এতকিছুর পরও ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা, শাস্ত্রী বাড়িয়ে বলছেন। শেহবাগের সঙ্গে বিজয়ের তুলনাই হয় না।