Rohit Sharma: কীভাবে টেস্টে ওপেনার হলেন রোহিত? শাস্ত্রীর মাস্টারস্ট্রোকেই বদলে যায় ভারতীয় ক্রিকেটের ইতিহাস

Ravi Shastri on Rohit Sharma: শাস্ত্রী ২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ হন এবং ২০২১ সালে দায়িত্ব তুলে দেন রাহুল দ্রাবিড়ের হাতে। এই সময়কালে রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা আক্রমণাত্মক টেস্ট ওপেনারে পরিণত হন।

Ravi Shastri on Rohit Sharma: শাস্ত্রী ২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ হন এবং ২০২১ সালে দায়িত্ব তুলে দেন রাহুল দ্রাবিড়ের হাতে। এই সময়কালে রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা আক্রমণাত্মক টেস্ট ওপেনারে পরিণত হন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravi Shastri-Rohit Sharma: শাস্ত্রীর এক সিদ্ধান্ত রোহিতের কেরিয়ারে আশীর্বাদ হয়ে আসে

Ravi Shastri-Rohit Sharma: শাস্ত্রীর এক সিদ্ধান্ত রোহিতের কেরিয়ারে আশীর্বাদ হয়ে আসে

Ravi Shastri Reveals Why He Made Rohit Sharma an Opener in Test Cricket: টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাটিং করতে করতে বিরক্ত হয়ে পড়তেন। সেই কারণেই ২০১৯ সালে তিনি 'হিটম্যান' রোহিতকে টেস্টে ওপেনার হিসেবে নামানোর সিদ্ধান্ত নেন। শাস্ত্রীর এই সিদ্ধান্তটি একেবারে ‘মাস্টার স্ট্রোক’ প্রমাণিত হয় এবং টেস্ট ক্রিকেটে রোহিতের কেরিয়ার এক নতুন মোড় নেয়।

Advertisment

শাস্ত্রী ২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ হন এবং ২০২১ সালে দায়িত্ব তুলে দেন রাহুল দ্রাবিড়ের হাতে। এই সময়কালে রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা আক্রমণাত্মক টেস্ট ওপেনারে পরিণত হন।

আইসিসি রিভিউ-তে শাস্ত্রী বলেন, “চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে করতে ও বিরক্ত হয়ে যেত। আমি ভাবতে শুরু করলাম, ওঁ একদিনের ক্রিকেটে এত সফল কেন? কারণ ওঁ ব্যাট করতে শুরুর দিকেই মাঠে নামতে পছন্দ করে।”

শাস্ত্রী আরও বলেন, “আমি ভাবলাম, যদি ওঁকে ওপেন করতে পাঠানো হয়, তাহলে ওঁর কাছে নতুন বলে ফাস্ট বোলারদের খেলতে এবং শট নেওয়ার পর্যাপ্ত সময় থাকবে। এই প্ল্যাটফর্মটা ওঁর জন্য তৈরি করা উচিত ছিল। যদি ও এই ভূমিকাটা মানিয়ে নিতে পারে, তাহলে ওঁর টেস্ট কেরিয়ার নতুন দিশা পাবে।”

Advertisment

আরও পড়ুন গম্ভীরের কলকাঠিতেই 'অবসর' রোহিত-বিরাটের? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

রোহিতের অবসর

সম্প্রতি রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৬৭টি টেস্টে তিনি ১২টি শতরান ও ১৮টি হাফসেঞ্চুরি -হ ৪,৩০১ রান করেছেন। শাস্ত্রী জানান, ২০১৯ বিশ্বকাপ চলাকালীনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিতকে টেস্টে ওপেনিং করানো হবে। সেই বিশ্বকাপে রোহিত ৫টি শতরান করে ৮১ গড়ে ৬৪৮ রান করেছিলেন, যা ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ।

কোহলি-শাস্ত্রী আলোচনা

শাস্ত্রী জানান, তিনি তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এই প্ল্যানিং নিয়ে আলোচনা করেন। রোহিতকে ওপেনিংয়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে প্রথম টেস্টেই রোহিত দুটি সেঞ্চুরি করেন।

আরও পড়ুন শ্রেয়সের ক্রেডিট কেড়ে নিচ্ছেন গম্ভীর? চরম অপমান সুনীল গাভাসকারের

শাস্ত্রী বলেন, “রোহিত পাঁচ ও ছয় নম্বরে অনেকবার ব্যাট করেছে, কিন্তু পুরোপুরি মনোযোগ ধরে রাখতে পারত না। ২০ বা ৩০ রান করে আউট হয়ে যেত। আমি ভাবলাম, ওকে চাপের মধ্যে ফেলে উপরের দিকে ব্যাট করতে পাঠাই। আমার মনে আছে, ওয়েস্ট ইন্ডিজে আমি ওঁকে বলেছিলাম, ‘আমরা চাই তুমি ইনিংস শুরু করো।’”

উল্লেখযোগ্যভাবে, রোহিতের টেস্ট কেরিয়ারে করা ১২টি শতরানের মধ্যে ৯টি এসেছে ওপেনার হিসেবে।

Ravi Shastri Virat Kohli Rohit Sharma