Gautam Gambhir: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট পঞ্জাব কিংস (Punjab Kings) ইতিমধ্য়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে শ্রেয়স আইয়ারের যাবতীয় কৃতিত্ব কেড়ে নিয়েছিলেন গৌতম গম্ভীর। সানির কথায়, কেকেআর ব্রিগেডকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়সের নেতৃত্ব। কিন্তু, গম্ভীর যাবতীয় কৃতিত্ব কেড়ে নেন।
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট কারও বাবার সম্পত্তি নয়! নাম না করে গাভাসকরকে তুলোধনা গম্ভীরের
প্রসঙ্গত, গত মরশুমের শুরুতেই গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ করেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল জয়ের পর যাবতীয় কৃতিত্ব গম্ভীরের কাঁধে তুলে দেওয়া হয়। এই সাফল্যের সমান ভাগীদার ছিলেন শ্রেয়স আইয়ারও। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার (১৮ মে) দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্জাব কিংস প্লে-অফের যোগ্যতা অর্জন করে।
Gautam Gambhir: 'তোমাকে মিস করব...', বিরাটের অবসরে মাথায় বাজ! হা-হুতাশ করছেন গম্ভীর
স্টার স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে সুনীল গাভাসকার বললেন, 'গত মরশুমে আইপিএল জয়ের কৃতিত্ব শ্রেয়স আইয়ারকে দেওয়া হয়নি। গোটা কৃতিত্বটা অন্য কেউ কেড়ে নিয়ে যান।' গাভাসকারের কথায়, কোনও ম্য়াচে একজন অধিনায়কই সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করে থাকেন। ডাগআউটে বসে কেউ ম্য়াচ জেতাতে পারেন না। তিনি আরও বললেন, 'এই বছর দেখুন? জয়ের সম্পূর্ণ কৃতিত্বটাই আইয়ারকে দেওয়া হচ্ছে। কেউ একথা বলছেন না যে রিকি পন্টিং পঞ্জাব কিংসকে জিতিয়েছেন।'
Gautam Gambhir Controversy: গম্ভীরের কলকাঠিতেই 'অবসর' রোহিত-বিরাটের? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
গুরুত্বপূর্ণ বিষয় হল, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পঞ্জাব কিংস গত ১১ বছরের মধ্যে প্রথমবার আইপিএল প্লে-অফে উঠতে পেরেছে। আর সেইসঙ্গে আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে শ্রেয়স একমাত্র অধিনায়ক হিসেবে নাম লিখিয়ে ফেললেন যিনি তিনটে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফে তুলেছেন। এরমধ্যে পরপর ২ বার দুটো দলকে তিনি প্লে-অফে তুললেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পিঠে চোটের কারণে ২০২৩ সালে শ্রেয়স আইয়ার আইপিএল টুর্নামেন্ট খেলতে পারেননি। এরপর ২০২৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন। ইতিপূর্বে ২ মরশুমে কেকেআর ব্রিগেড সাত নম্বরে দাঁড়িয়ে অভিযান শেষ করেছিল।