/indian-express-bangla/media/media_files/2025/07/16/ravi-shastri-2025-07-16-18-11-42.jpg)
Ravi Shastri Viral Photo: রবি শাস্ত্রীর সঙ্গে ছবিতে থাকা এই মহিলা আর কেউ নন...
Ravi Shastri viral news: জানিক সিনারের জয়ের মধ্যে দিয়ে এবারের উইম্বলডন ২০২৫ (Wimbledon 2025) শেষ হয়েছে। এই বিখ্যাত গ্র্যান্ডস্লামে বিশ্বের নানা প্রান্তের বহু তারকা উপস্থিত ছিলেন। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া আর প্রীতি জিন্টার মতো বলিউড-হলিউড সেলিব্রিটিরাও এই মর্যাদাপূর্ণ ইভেন্টে উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri) প্রতি বছরের মতো এবারও উইম্বলডন দেখতে পৌঁছেছিলেন। এই সময় তাঁর একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
উইম্বলডনে রবি শাস্ত্রীর সঙ্গে ছবি
আসলে, রবি শাস্ত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে এক বিদেশিনী মহিলার সঙ্গে দেখা যাচ্ছে। ওই ছবি মূলত ওই বিদেশিনী তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন, যা শাস্ত্রী পরে নিজের প্রোফাইলে রিশেয়ার করেন। এর পর থেকেই অনেকেই জানতে চাইছেন, এই রহস্যময়ী বিদেশিনী আসলে কে?
রয়্যাল লেডি, লেডি ইসাবেল হার্ভের সঙ্গে ছবি
রবি শাস্ত্রীর সঙ্গে ছবিতে থাকা এই মহিলা আর কেউ নন, ব্রিটিশ রাজপরিবারের লেডি ইসাবেল হার্ভে। ইসাবেল হার্ভে ব্রিস্টলের ষষ্ঠ মার্কুইসের কনিষ্ঠ কন্যা এবং জনপ্রিয় সোশ্যালাইট লেডি ভিক্টোরিয়া হার্ভের ছোট বোন।
একাধিক সম্পর্কের গুঞ্জন
৪৮ বছরের ইসাবেল এখন বিলাসবহুল জীবন ছেড়ে পর্তুগালের আলগার্ভে খুবই সাধারণ জীবনযাপন করছেন। লেডি ভিক্টোরিয়া হার্ভে একসময় হাই-প্রোফাইল পার্টি গার্ল হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নাম বহু তারকার সঙ্গে জড়িয়েছে। এফ১ রেসার ডেভিড কুলথার্ড, গায়ক শেন লিঞ্চ এবং কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের ছেলে ক্যালাম বেস্টের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল।
আরও পড়ুন লর্ডস টেস্ট জিতেও বড় ধাক্কা ইংল্যান্ডের, মারাত্মক ভুলের খেসারত দিলেন বেন স্টোকসরা
প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন প্রেমিকা
লেডি ভিক্টোরিয়া হার্ভে নয়ের দশকে ব্রিটেনের বিতর্কিত রয়্যাল ব্যক্তিত্ব প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে সম্পর্কে ছিলেন। একসময় তাঁদের পরিবারের মোট সম্পত্তি প্রায় ১০ কোটি মার্কিন ডলার বলে জানা গিয়েছিল। তবে তাঁদের বাবা ছিলেন এক অস্ত্র ব্যবসায়ী, যিনি একবার গয়না চুরির মামলায় জেলে গিয়েছিলেন।
‘বিয়ে নরক ছাড়া কিছু নয়’
ইসাবেল বেলজিয়ামের ব্যবসায়ী ক্রিস্টোফ ডে পাও-কে বিয়ে করেছিলেন, তবে ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই বিবাহবিচ্ছেদ ছিল অত্যন্ত তিক্ততার। তাঁদের তিনটি সন্তান রয়েছে, দুই ছেলে ও এক মেয়ে। ইসাবেল এই বিয়েকে ‘দুঃখের আর সহ্যের সীমা ছাড়ানো’ বলে বর্ণনা করেছিলেন।
রিয়েলিটি টিভি-তে জনপ্রিয় তারকা
বিয়ে আর সন্তানদের আগে ইসাবেল ব্রিটেনের জনপ্রিয় রিয়ালিটি টিভি পার্সোনালিটি ছিলেন। তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’, ‘সেলিব্রিটি লাভ আইল্যান্ড’-এর মতো শোতেও অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি হলিউডে ছোটখাট অভিনয়ের কাজেই সন্তুষ্ট রয়েছেন।