/indian-express-bangla/media/media_files/2025/07/16/england-wtc-points-deduction-2025-07-16-16-19-05.jpg)
England WTC Points Deduction: লর্ডস টেস্টে জিতেও মাথায় হাত ইংল্যান্ড অধিনায়কের
World Test Championship points table: লর্ডস টেস্টে (IND vs ENG 3rd Test Match) ভারতকে হারালেও বড় ধাক্কা খেল ইংল্যান্ড ক্রিকেট দল (India vs England)। স্লো ওভাররেটের কারণে ইংল্যান্ডের ২টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Points Table) পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এক ধাপ নেমে গিয়ে তৃতীয় স্থানে চলে গেছে।
ইংল্যান্ড অধিনায়কের উপর ১০ শতাংশ জরিমানা
বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের উপর ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে লর্ডস টেস্টের (IND vs ENG) পর। যদিও ইংল্যান্ড ২২ রানে এই ম্যাচ জিতেছিল।
আরও পড়ুন লর্ডসের 'ভিলেন' এই ৫ ক্রিকেটার, নামতে পারে বড়সড় শাস্তির খাঁড়া!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জানিয়েছে, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইংল্যান্ডের উপর এই শাস্তি আরোপ করেছেন কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে। আইসিসি-র বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী প্রতি ওভার কম থাকার জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা ধার্য হয়। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তের ধারা ১৬.১১.২ অনুযায়ী প্রতি ওভার কম থাকার জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়। সেই হিসেবে ইংল্যান্ডের মোট পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের জরিমানায় শ্রীলঙ্কার লাভ
ইংল্যান্ডের পয়েন্ট ২৪ থেকে কমে ২২ হয়েছে, যার ফলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ (PCT) ৬৬.৬৭% থেকে নেমে ৬১.১১% হয়েছে। এর ফায়দা পেয়েছে শ্রীলঙ্কা, যাদের পার্সেন্টেজ ৬৬.৬৭% এবং তারা ইংল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন তাঁর আউটের জন্য কেঁদেছে গোটা দেশ, লর্ডসে হারের হতাশা কাটিয়ে কী জানালেন সিরাজ?
ভারত রয়েছে চতুর্থ স্থানে
অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তাদের তিনটি ম্যাচই জিতে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ভারতের পার্সেন্টেজ ৩৩.৩৩% এবং তারা বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে।
বেন স্টোকস দোষ কবুল করেছেন
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস নিজের ভুল মেনে নিয়েছেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন, তাই আর আলাদা কোনও শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার পল রিফেল ও শরফুদ্দৌলা ইবনে শাহেদ, তৃতীয় আম্পায়ার এহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড অভিযোগ তুলেছিলেন।