বুধবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। অ্যাডিলেডে প্রথম টেস্ট ছিনিয়ে নেয় বিরাট কোহলি অ্যান্ড কোং। পার্থে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সিরিজ ১-১ করে টিম পেইনের অস্ট্রেলিয়া। চোটের জন্য পার্থে নামতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মেলবোর্নেও তাঁদের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন ভারতীয় দলের হেডস্য়ার রবি শাস্ত্রী।
মেলবোর্নে শাস্ত্রী বললেন, “অস্ট্রেলিয়া আসার চার দিন আগে জাড্ডু (জাদেজা) একটা ইনজেকশন নিয়েছিল। ওর কাঁধটা শক্ত হয়ে আছে। সেই ইনজেকশন কাজ করতে কিছুটা সময় নেবে। পার্থে নামার আগে আমরা ভেবেছিলাম যে, ও ৬০-৭০ শতাংশ ফিট আছে। ফলে ওকে নামানোর ঝুঁকি নিইনি। যদি দেখি ও ৮০ শতাংশ ফিট হয়ে গিয়েছে তাহলে অবশ্যই এমসিজি-তে খেলবে।” অন্যদিকে অশ্বিনের প্রসঙ্গে শাস্ত্রী বলছেন যে, আরও ৪৮ ঘণ্টা দেখবেন তাঁরা। তারপরেই সিদ্ধান্ত নেবেন। অশ্বিনের প্রসঙ্গে শাস্ত্রীর সংযোজন, “ও বেশ ভাল উন্নতি করেছে। আজ ঠিকই লাগল। দেখা যাক কাল কেমন থাকে।”
আরও পড়ুন: পার্থে নামার আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন রোহিত-অশ্বিন
অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া প্রথম দু’টি টেস্টে দলের সঙ্গে ছিলেন না। তৃতীয় টেস্টের জন্য তিনি পুরো ফিট। কোমরে চোটের জন্য এশিয়া কাপের পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৭ উইকেট নিয়েছেন হার্দিক, করেছেন হাফ সেঞ্চুরিও। রবিবার পাণ্ডিয়া ও জাদেজাকে নেটে বল করতেও দেখা গিয়েছে। অন্যদিকে সিরিজের বাকি দুটি টেস্টে আর খেলতে পারবেন না পৃথ্বী শ। তাঁর জায়গায় দলে এসেছেন কর্নাটকের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল।