Advertisment

R Ashwin to Chennai Super Kings: CSK-তে যোগ অশ্বিনের! ধোনির ফ্র্যাঞ্চাইজির বিরাট দায়িত্বে সুপারস্টার, বড় খবরে তোলপাড় চেন্নাই

R Ashwin news: আগামী সিজন শুরুর আগে নিলামের আসর বসবে। সেই নিলামের টেবিল থেকে অশ্বিনকে সিএসকে কেনার সম্ভাবনা জোরালো। রাজস্থান রয়্যালস সম্ভবত আগামী সিজনে অশ্বিনকে রিটেন করবে না। তাই ট্রান্সফারের মাধ্যমে দলবদলের সুযোগ থাকছে না দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ashwin to CSK

Ashwin transfer: বড়সড় দলবদল ঘটালেন আর অশ্বিন (টুইটার)

R Ashwin and Chennai Super Kings: অন্যতম হাই প্রোফাইল ট্রান্সফারের সাক্ষী থাকতে চলেছে আইপিএল। ইন্ডিয়া সিমেন্টস-এ যোগদান করলেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই সুপার কিংসের হাই পারফরম্যান্স সেন্টারের দায়িত্ব দেওয়া হল তারকা অফস্পিনারকে। আগামী সিজন শুরুর আগেই চেন্নাই মূল শহর থেকে কিছুটা দূরে সিএসকের হাই পারফরম্যান্স সেন্টার চালু হয়ে যাবে। এতে ইন্ডিয়া সিমেন্টস-এর মালিকানাধীন সিএসকে ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তনের পথ সুগম হল তারকার, এমনটাই মনে করা হচ্ছে।

Advertisment

আগামী সিজন শুরুর আগে নিলামের আসর বসবে। সেই নিলামের টেবিল থেকে অশ্বিনকে সিএসকে কেনার সম্ভাবনা জোরালো। রাজস্থান রয়্যালস সম্ভবত আগামী সিজনে অশ্বিনকে রিটেন করবে না। তাই ট্রান্সফারের মাধ্যমে দলবদলের সুযোগ থাকছে না দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। অশ্বিনকে পেতে হলে নিলামে দর কষাকষি করেই সিএসকেকে বাজিমাত করতে হবে। কোনও কারণে অশ্বিনকে নিলাম থেকে কিনতে না পারলে পরবর্তীতে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেডিং করতেও পিছপা হবে না চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

সিএসকে সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, "আমাদের নিলাম পরিচালনার ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। তাই ওঁকে পাওয়ার বিষয়টি নির্ভর করছে নিলামের ডায়নামিক্সের ওপর। সেরকম কোনও সুযোগ আসে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া গতি নেই।"

আরও পড়ুন: বাদ পড়ছেন যশস্বী, বাইরে এই নামি তারকাও! আয়ারল্যান্ড ম্যাচে ভারতের প্রথম ১১-য় চমকের পর চমক, জেনে নিন

"অশ্বিন আমাদের হাই পারফরম্যান্স সেন্টারের দায়িত্ব নেবে। সেই সেন্টারের প্রোগ্রাম সহ যাবতীয় ক্রিকেট কর্মকাণ্ড ও সামলাবে। ওঁর সঙ্গে আমাদের পুনরায় চুক্তি হয়েছে। ও এখন সিএসকে পরিবারের সদস্য। টিএনসিএ ফার্স্ট ডিভিশনে অশ্বিন ইন্ডিয়া সিমেন্টসের হয়ে খেলবে।"

গত কয়েক বছর ধরেই অশ্বিনের সিএসকেতে ট্রান্সফারের বিষয়টি আলোচনার মধ্যে ছিল। আইপিএল শুরুর আগে অশ্বিনের শততম টেস্ট, ৫০০ উইকেটের কীর্তি স্মরণীয় করে রাখার জন্য যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ইন্ডিয়া সিমেন্টস-এর মালিক এন শ্রীনিবাসন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দেন, "ভবিষ্যতে তোমাকে আরও বড় দায়িত্ব সামলাতে হবে।"

সিএসকে শিবিরের ধারণা অশ্বিনের হাতেই তাঁদের হাই পারফরম্যান্স সেন্টার সুরক্ষিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে সিএসকের নিজস্ব ক্রিকেট একাডেমি রয়েছে। গোটা বছর ধরে জোহানেসবার্গ, চেন্নাই, টেক্সাস থেকে এই হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করার সুবিধা থাকবে সিএসকে সহ সমস্ত সিস্টার কনসার্ন-এর সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের।

"ক্রিকেট খেলায় প্রসার এবং তাতে অবদান রাখা- এখন আমার মূল উদ্দেশ্য।" নতুন ভূমিকায় দেখা যাওয়ার মুখে এমনটাই জানিয়েছেন অশ্বিন। কিছুদিনের ব্রেক নিয়ে চেন্নাই আসছেন অশ্বিন। তখনই সরকারিভাবে পুরো দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে সিএসকে।

২০০৯, ২০১০ সিজনে অশ্বিনের কেরিয়ারের শুরুর দিকে উত্থান দেখেছিল সিএসকে। হলুদ জার্সিতে পারফর্ম করেই জাতীয় দলের জায়গা পাকা করেন ঘূর্ণির জাদুকর। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ ছিলেন বর্ষীয়ান স্পিনার।

তবে ২০১৬-য় ইন্ডিয়া সিমেন্টস, সিএসকে ছাড়েন তিনি। এরপরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও অশ্বিন ইন্ডিয়া সিমেন্টস-এর জার্সিতে আর খেলেননি। এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়া সিমেন্টস-এর সঙ্গে যুক্ত হলেন তিনি।

IPL CSK Ravichandran Ashwin Chennai Super Kings
Advertisment